Categories
Thoughts

ঈদের স্মৃতি – স্মৃতির ঈদ – ১

লিখছি ২১ এপ্রিল, ২০২৩। আজ পৃথিবীর বেশিরভাগ দেশেই মুসলিমরা ঈদ-উল-ফিতর পালন করছে, আমি এখন আছি নেদারল্যান্ডে, এখানেও। বাংলাদেশে আগামীকাল, আজকে ‘চাঁদ রাত’। আজ এখানে শুক্রবার দেখে অফিস খোলা ছিলো, আলাদা করে কোনো প্ল্যান ও করা হয়নি। তাই অফিস থেকে ফিরেছি সন্ধ্যের একটু আগে। এসে দেশে বাবা মায়ের সাথে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বাজারে গেলাম, এসে চট করে কিছুটা ঈদের আমেজ আনতে দেশি ঈদের খাবারের কাছাকাছি কিছু রান্না করে খেয়েদেয়ে কাজে বসলাম আবার। প্রবাসে, বিশেষ করে যারা পড়াশোনার জন্য দেশের বাইরে আসে, অন্তত কয়েকটা ঈদ আমাদের সবারই এমন যায় – সারাদিন দৌড় আর কাজ, বাসায় ফিরে হয়তো অল্প কিছু রান্না। ভালো ঈদের আয়োজন মানে বাংলাদেশি কমিউনিটিতে বা বন্ধুদের সাথে রাতের খাবারের আয়োজন, দেশ থেকে আগে নিয়ে আসা বা দেশ থেকে পাঠানো জামাকাপড় পরে ছবি তোলা, অথবা ঈদ উপলক্ষে কোথাও বেড়াতে যাওয়া। এইযে ভালো আয়োজনের কথা লিখলাম, এমন কিছু আমার গত সাত বছরে বাইরে এসে একবারও করা হয়নি, অবশ্য দেশে থেকেও আনন্দ করে ঈদ উদযাপন শেষ কবে করেছি খুঁজতে গিয়ে ১২/১৩ বছর আগের স্মৃতি মনে আসলো মাত্র, এর পরের অনেক কিছুই অনেক বদলে গিয়েছিলো। তবে আজকে ঈদের রান্না করতে গিয়ে আরও অনেক আগের, একদম সাদাকালো টেলিভিশন যুগের নয়েজ মেশানো (আমরা বলতাম ছবি ‘ঝিরঝির’ করে) আবছা ঘোলাটে ভিডিওর মতো কিছু স্মৃতির টুকরো কেমন ধুপ করে মনে পড়ে গেলো।

এই মনে পড়ে যাওয়ার কারণ আসলে দুটো, প্রথমটা আজকের খাবারের আয়োজন। আমি খেতে ভালোবাসি, পরিমাণের চেয়ে স্বাদ আর বৈচিত্রেই আগ্রহ বেশি। সেই সাথে যেকোনো খাবারের সাথে আগের ভালো কোনো স্মৃতি জড়িয়ে থাকলে তো কথাই নেই, সময় হলে শুধু ভালো স্মৃতি রোমন্থন করতেও একেক সময়ে রান্না করে ফেলি বিশেষ কিছু, অন্তত আমার কাছে বিশেষ কিছু। এই ব্যাপারটা আমার মনে হয় যেকোনো দেশের ভোজনরসিক মানুষের মধ্যে আছে, বাংলাদেশি মানুষের মধ্যে এটা আরও একটু বেশি বই কম নেই। যাহোক, আজকে কম সময়ে কিন্তু উৎসব উৎসব মনে হবে এমন কী করা যেতে পারে ভাবতে গিয়েই প্রথমে ছোটবেলায় ফিরে যাই।

তখন আমার বয়স ৬-৮ এর মধ্যে কিছু, বাবা কাজের জন্য নাটোরে থাকতেন। মা তাঁর কলেজের শিক্ষকতার জন্য আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে থাকতেন আমাদের দাদাবাড়িতে, মাদারীপুরে।মা কলেজে থাকার সময়টায় আমরা দাদু, ছোট ফুপু, আর ছোট চাচার কাছে থাকতাম। ২০০০ সালের আগের কথা, সেসময় আমাদের গ্রামে টেলিফোন ছিলো না, বাবাকে আমরা চিঠি পাঠাতাম, বাবাও আমাদের লিখতেন। মাঝে মাঝে কাছের উপশহরের এক পরিচিত দোকানে (বা কারো বাসায়, ঠিক মনে নেই) গিয়ে বাবার সাথে ফোনে কথা বলতাম, আমার এক বা দুইবারের কথা মনে আছে শুধু, তাও খুবই ঝাপ্সা ভাবে। সেই ফোনেও কবে কখন কথা বলা হবে সেটা চিঠি লিখে ঠিক করে নিতে হতো। তো সেই ছোট গ্রাম থেকে বাসে করে নাটোরে যেতে ৭ ঘণ্টার বেশিও লেগে যেত কখনো কখনো। বাবার ঔষধ কোম্পানির নতুন চাকুরীতে ছুটি খুবই কম ছিল। তাই বছরে হয়তো একটা ঈদ বাবা আমাদের সাথে গ্রামের বাড়িতে করতেন, তাও যাওয়া আসা মিলে তিন-চার দিনের ছুটিতে। এছাড়া হয়তো বছরে একবার আসতেন কখনো হঠাত ছুটি পেলে। তাই মায়ের কলেজ ছুটির সময়ে আমরা নাটোর চলে যেতাম। বিশেষ করে রমজান মাসে রোজা আর ঈদ মিলিয়ে, গরমের ছুটিতে, আর কখনো দুর্গাপূজার ছুটিতে। একবার একটা মজার ব্যাপার হয়।

আমরা কোনো একটা ছুটিতে নাটোর যাচ্ছি, সেসময় কুষ্টিয়া আর ঈশ্বরদীর মাঝে পাকশি ফেরি পাড় হতে হতো মাদারীপুর থেকে নাটোর যাওয়ার পথে। যাওয়ার আগে মা বাবাকে চিঠি দিয়েছে কিন্তু গিয়েছে কিনা জানি না আমরা। তো আমি আর রিফাত খুবই এক্সাইটেড নাটোর যাচ্ছি তাই, কারণ নাটোর যাওয়া মানেই বাবার সাথে দেখা, সারাদিন খেলা আর কমিক পড়া, পড়াশোনার ঝামেলা নেই। দুইজন বাসের জানালা দিয়ে বাইরে দেখছি আর বকবক করছি। মা আমাদের দুইজনকে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে হয়তো একটু ঘুমিয়ে নিচ্ছিলো। আমরা ফেরি থেকে নামছি তখন পাশ দিয়ে অন্য বাস ফেরিতে উঠছে। হঠাত করে একটা বাসে বাবার মতো কাউকে দেখে আমরা দুইজনই একসাথে বাবা বলে চিৎকার করে উঠি। যাকে দেখি তিনিও চমকে পেছন ফিরে তাকান, কিন্তু বাসটা চলে যায়। এদিকে আমাদের চিৎকারে মা উঠে গেলো, আমরা দুইজন উত্তেজিত হয়ে বাবাকে দেখেছি এটা মা কে বলতে গেলাম। আর আমরা অনেকদিন বাবাকে না দেখে পথের মাঝখানে কাকে না কাকে বাবা ডেকে চিৎকার করছি এই নিয়ে মা বিব্রত হয়ে আমাদের চুপ করাতে চেষ্টা করছেন। মজার ব্যাপার হল, সেটা বাবা-ই ছিলো! যেই ছুটিতে আমরা যাচ্ছিলাম, সেই একই উপলক্ষে (একদমই মনে নেই) বাবাও হঠাত করেই তিনদিনের ছুটি পেয়ে যান, আর তাই আমাদের সারপ্রাইজ দিতে কিছু না জানিয়েই ডাসার যাচ্ছিলেন। একারণেই মায়ের চিঠি ও পাননি। এরপর একদম ঠিক কী হয় তা সঠিক মনে নেই, তবে বাবা ওই বাস ফেরিতে উঠে থামলে পরে নেমে এসে আমাদের বাসে করে নাটোরে ফিরেছিলো খুব সম্ভবত।

প্রসঙ্গ বদলে অনেক দূরে চলে গেলাম। বলছিলাম খাবারের কথা! নাটোরে থাকার সময়টা অনেক কারণেই আমার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলির মধ্যে আছে, সেসব কথা আরেকদিন বিস্তর লিখবো হয়তো! তবে আজকে রান্না করতে গিয়ে নাটোরের বাসায় রাতের খাবারে হঠাত ভালো কিছু খেতে ইচ্ছে করলে মা যা রাঁধতেন তাই মনে পড়েছে। সেখানে বাবা এটাচ বাথসহ এক রুম নিয়ে থাকতেন তখন, একা মানুষ। সেই বাসার বারান্দায় একটা কেরোসিন তেলের স্টোভ আর দুই একটা শেলফ মিলে প্রক্সি রান্নাঘর। যেই বাড়িতে এই ঘর, সেখানে আমরা নিচতলায় থাকতাম। বাবার মতো আরও একজন চাকুরীজীবী একা একটা রুম নিয়ে থাকতেন, এই দুইটা রুম আর বাইরের বারান্দা ওই বাড়ির বাইরের গেইটের দিকে ছিল। আর দুইটা পরিবার থাকতো বাড়ির ভেতরের দিকে। সবাই রান্নার জন্য ভেতরের দিকে একটা বড় রান্নাঘর শেয়ার করতো। আমরা গেলে মা ও ওই রান্নাঘরে বেশিরভাগ রান্না করতেন। তবে অসময়ে কিছু রান্না বা চা-নাশতা করতে গেলে বারান্দার প্রক্সি রান্নাঘরে কাজ চলতো। সেখানে আগে থেকে দিনে প্ল্যান না থাকলে সন্ধ্যায় কখনো ‘ভালো কিছু’ খাবার বায়না করলে মা চট করে সামান্য মশলায় সাদা পোলাও, আর ডিমের মিষ্টি কোরমা করতেন, সাথে সালাদ। এই খাবার কতবার খেয়েছি, সাথে অন্য কিছু কী ছিলো, কিছু আমার এখন মনে নেই। এর পরে মায়ের হাতের আরও কতো কী খেয়েছি, ভীষণ মজার সব কিছুই। কিন্তু নাটোরের সেই ছোট বাসার বারান্দায় শীতের রাতে রান্না মায়ের হাতের সেই গরম গরম পোলাও আর মিষ্টি ডিমের কোরমার স্বাদ এখনো মনে গেঁথে আছে।

হয়তো সেই রান্না অনাকাঙ্ক্ষিত স্পেশাল খাবার ছিলো তাই, হয়তো সেই খাবারের স্মৃতি নাটোরের সব মিলিয়ে থাকা ভালো স্মৃতির অংশ ছিলো তাই, কে জানে! কিন্তু এখনো মাঝে মাঝে ঠিক এই সিম্পল খাবারটাই খুব খেতে ইচ্ছে করে। বড় হওয়ার একটা সুবিধে হলো, খেতে চাইলে নিজে রান্না করে ফেলা যায় :p মায়ের কাছে জিজ্ঞাসা করে ঠিক এই কোরমাটাই শিখেও নিয়েছি আমি। শুধু সামান্য গোটা গরম মশলা, পিঁয়াজ কুঁচি আর বাটা, দুধ, চিনি, লবণ, আর কাঁচামরিচ দিয়ে খুব কম সময়ে করে ফেলা যায় আমার এই অমৃত! আজকে অফিস থেকে ফিরে প্রথমে ভাবছিলাম ঈদের রান্না কালকে করবো, কিন্তু রোদ ঝলমলে দিনের শেষে সন্ধ্যায় সহসা ঘটা করে আকাশ কালো করে মেঘ এলো, এরপর বিদ্যুৎ চমকে দমকা হাওয়া দিয়ে দেশি কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টি এলো। দেখেই মনে হলো, নাহ, কিছু একটা ভালো রান্না করতে হবে, তবে চটজলদি কিছু! সেখান থেকে এই ইতিহাস! সাথে দেশি কালোজিরা চালের ঝরঝরে সাদা পোলাও, বেগুন ভাজা, গুঁড়ো মশলায় গড়িয়ে স্যামন ভাজা, সালাদ, আর সবশেষে অর্জো পাস্তা দিয়ে ফাঁকিবাজি সেমাই পিঠা দিয়ে মিষ্টিমুখ করে একেবারে পুরদস্তুর ঈদের খাওয়া হয়ে গেলো!

এই লেখা শুরু করতে গিয়ে ভেবেছিলাম আজকে পুরনো দিনের ঈদের কথা যা মনে পড়েছে সবই লিখবো। কিন্তু মনে পড়ার প্রথম কারণ, খাবারের বর্ণনা দিতে গিয়েই ইতিহাস লিখে ফেললাম। দ্বিতীয় কারণ আরেকদিন লিখবো 🙂

ঈদ মোবারক!

Categories
Travel

বেড়ানো আর নষ্ট ট্রেন

ঘুরে বেড়ানোর অভ্যাস থাকলে পথে বাস/ট্রেন/প্লেন/ফেরি ইত্যাদি আসার দেরী আর তা নিয়ে ঝামেলায় পড়েনি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া কঠিন। বাংলাদেশে দূর পাল্লার যাত্রায় তো ঝামেলা কম হয়রানি বেশি হয়েছে আমার অভিজ্ঞতায়। গত ৬+ বছরে ইউরোপের নানান দেশেও কম হয়নি নানান রকম এমন অভিজ্ঞতা।

একবার আমার ইতালিতে একটা কনফারেন্সে যাওয়ার জন্য অ্যামস্টারডাম শিপোল এয়ারপোর্ট থেকে ফ্লাইট। এয়ারপোর্ট লেইডেন থেকে ট্রেনে ২০ মিনিটের রাস্তা মাত্র, তাও অন্ততপক্ষে প্রতি আধা ঘণ্টা পরপর একটা করে ট্রেন থাকে এমন। আর ইউরোপের লোকাল ফ্লাইটের জন্য ফ্লাইটের ঘণ্টা খানেক আগে এয়ারপোর্টে থাকলেই হয়। তো এই জার্নিতে তাও কি মনে করে আমি লেইডেন থেকে ফ্লাইটের প্রায় তিন ঘণ্টা আগে রওনা দিয়েছিলাম। এয়ারপোর্ট পৌছার ঠিক ৫ মিনিট আগে কাছাকাছি কোনও স্টেশন ছাড়া একটা জায়গায় হঠাত ট্রেন বন্ধ হয়ে গেল। এরকম একদম অহরহ না হলেও মাঝে মধ্যে হয়, আবার ঠিক ও হয়ে যায় দ্রুত। আর হাতে তো সময় ছিল। তাই চিন্তা না করে শুনলাম কী বলে ড্রাইভার। তো সে বললেন যে ট্রেন বন্ধ হয়ে গিয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য, কাছের স্টেশনে খবর গিয়েছে, তারা এই ট্রেন ঠিক করার জন্য লোকজন পাঠিয়ে দিচ্ছে। তারা বুঝতে পারছেন যে এই ট্রেনে অনেকেই এয়ারপোর্টে যাচ্ছে, তারা চেষ্টা করছেন দ্রুত সমস্যা সমাধান করে ফেলতে – ইত্যাদি। তো আমরা বসে আছি, রুসলান আমাকে সি-অফ করার জন্য সাথে গিয়েছে। আমার ঠিক আগের ট্রেনেই আমার এক কলিগ (পিএইচডি স্টুডেন্ট) গিয়েছে, আমরা দুইজন একই কনফারেন্সে যাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যে এমন অবস্থা ট্রেন নষ্ট, আমার যেতে সময় লাগবে হয়তো। তো ও বললো তখনো ফ্লাইটের তেমন কোনো আপডেট নেই। তবে হাতে সময় আছে তাই অসুবিধা হবে না হয়তো।

সময় যেতে থাকলো। আধা ঘণ্টা হয়ে গেল, মাঝে শুধু একবার ঘোষণা এলো যে ট্রেন ঠিক করার পায়তারা চলছে, ওই পর্যন্তই। এতক্ষণ সবাই চুপচাপ বসে থাকলেও এখন অনেকেই উশখুশ শুরু করলো। এদিকে ট্রেন এমন যায়গায় এসে থেমে গিয়েছে যে দরজা খুলে দিলেও আমরা নামার কোনো অবস্থা নেই। কাজেই আমাদের ভেতরেই বসে থাকতে বলা হচ্ছিলো বারবার। এক ঘণ্টা এভাবে গেলো। ট্রেন পরিচালক বললেন যে যান্ত্রিক ত্রুটি ঠিক করা যাচ্ছে না। তারা এখন ওই পথে আসা অন্য ট্রেন গুলির মধ্যে শক্তিশালী ইঞ্জিনের কোনও ট্রেনের সাথে আমাদের ট্রেনের বগিগুলো জুড়ে দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবেন। আমি তখনো মজা দেখে যাচ্ছি একরকম। হাতে আরও দেড় ঘণ্টা আছে প্রায়, তাই তেমন দুশ্চিন্তা করছিলাম না।

এরপরে আরও প্রায় আধা ঘণ্টা কোনো ট্রেন আমাদের জন্য দাঁড়ালো না। আধা ঘণ্টা পরে একটা ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে না নিয়েই চলে গেলো, তার প্রায় ১০-১৫ মিনিট পরে আরও একটা ট্রেন চলে গেলো এরকম কিছুক্ষণ দাঁড়িয়ে। এদিকে হাতে সময় এক ঘণ্টার একটু কম আছে তখন। আমার কলিগ জানিয়েছে যে এরমধ্যে বোর্ডিঙের জন্য লাইন শুরু হয়ে গিয়েছে। আমি বললাম এয়ারপোর্ট স্টাফদের কাউকে বলতে যে এরকম ট্রেন নষ্ট হয়েছে অনেক ক্ষণ আগে থেকে, তারা কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে কিনা কারণ নিশ্চয়ই আরও যাত্রী আছে ওই ফ্লাইটের এই ট্রেনে। ও কথা বলে জানালো যে তারা কিছুক্ষণ অপেক্ষা করতে পারে তবে বেশি না। ফ্লাইট তো সময়মতই ছাড়তে হবে। এদিকে আমি ভাবছি পরের দিন থেকে কনফারেন্স। আমি একদিন পরের টিকেট নতুন করে করলে কেমন খরচ হবে এইসব।

এসব ভাবতে ভাবতে ফ্লাইট শুরুর একদম ২৫ মিনিট আগে ট্রেন টানার জন্য আরেক ট্রেন পাওয়া গেলো! একদম একশন-কমেডি মুভির মতো ফ্লাইটের ২০ মিনিট আগে এয়ারপোর্টের ট্রেন থেকে নেমেই ভোঁ দৌড় দিলাম ব্যাকপ্যাক আর মিনি লাগেজ নিয়ে। সিকিউরিটি লাইনের মানুষজন আমার পাগল দৌড় দেখে দয়া করে আগে আগে লাইন পার হতে দিলেন। ফ্লাইটের গেইট সিকিউরিটি স্টেশন থেকে বেশ কিছুটা দূরে, হেঁটে যেতে ৮-১০ মিনিট লেগে যায়। আমি হাঁসফাঁস করে দৌড়ে যেতে যেতে শুনলাম মাইকে আমার নাম খোঁজ করে বলছে যে আমার ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় হয়েছে, আমি যদি এয়ারপোর্টে থাকি তাহলে দ্রুত যেন ওই গেইটে যাই ইত্যাদি। গেইটে গিয়ে দেখি খালি, সব যাত্রী এর মধ্যে গেইট পার হয়ে প্লেনে উঠে গিয়েছে বয়া ওঠার জন্য সামনে আছে। আমাকে দেখেই গেইটের একজন মাইক থেকে মুখ সরিয়ে জানতে চাইলো আমি মিস আহাদ কিনা। সে-ই মাইকে ঘোষণা করছিলো। আমি বোর্ডিং কার্ড এগিয়ে দেরির কারণ বলতেই একটু হেসে বললো যে অসুবিধা নেই, তারা ট্রেনের সমস্যার কথা শুনেছে, আর আমিও ঠিক সময়েই পৌঁছেছি। আমিও একটু হাসার চেষ্টা করে বড় করে শ্বাস নিয়ে প্লেনে ওঠার লাইনের শেষে গিয়ে দাঁড়ালাম। এর আগে বা পরে এখনো প্লেনের একদম শেষ যাত্রী হিসেবে ওঠা হয়নি কখনো। এই ঘটনার আগে আমি নেদারল্যান্ডের ট্রেন সিস্টেম নিয়ে খুবই মুগ্ধ ছিলাম। এর পরে বুঝলাম যে ওরাও মানুষ!

এই বিশাল কাহিনী লেখার কারণ, কয়েকদিন আগে লাক্সেমবার্গ থেকে আসার পথে এরকম ট্রেন নষ্ট হয়েছে আবার অনেকদিন পর আমাদের পথে। সেটা লিখতে গিয়ে এই একশন-কমেডির কথা মনে পরে গেলো! লেইডেন থেকে লাক্সেমবার্গ ট্রেনে প্রায় ৬ ঘণ্টা লাগে যেতে, একটানা ট্রেন নেই, বেলজিয়াম হয়ে ভেঙ্গে ভেঙ্গে যেতে হয়। রবিবার রাতে ফিরে আবার সোমবার রুসলানের বেশ সকালে অফিসে যেতে হবে আরেক শহরে। তাই আমরা বিকেল তিনটায় ফেরা শুরুর টিকেট করেছিলাম যাতে ৯-১০ টার মধ্যে বাসায় ফিরতে পারি। প্রথমে লাক্সেমবার্গ থেকে বেলজিয়ামের বর্ডারের কাছের ছোট শহর আর্লন, সেখান থেকে সোজা ব্রাসেলস, সেখান থেকে নেদারল্যান্ডের শহর ব্রেডা, সেখান থেকে হেগ, আর সবশেষে হেগ থেকে লেইডেন – মোট ৪বার ট্রেন বদল করে বেশ লম্বা সফর। এর মাঝে কিছু ট্রেন বদলের জন্য সময় খুবই কম। আর্লন এ মাত্র ৭ মিনিট সময়। তো আমাদের প্রথম ট্রেন প্রথমে দেখাল ৫ মিনিট লেইট।

আমরা ভাবলাম, আচ্ছা তাহলে তো আর্লনে ট্রেন বদলের জন্য মাত্র ২ মিনিট পাবো, হয়তো মিস হবে, দৌড় লাগাতে হবে। একটা সুবিধা ছিল যে একটা ট্রেন মিস হলে ঠিক এক ঘণ্টা পরে একই লাইনের পরের ট্রেনেও ওই এক টিকিটেই চড়া যাবে। এইসব ভাবতে ভাবতে দেখলাম স্টেশনে আর্লনের ট্রেনের ডিসপ্লেটা মুছে গেলো। ভেতরে গিয়ে জিজ্ঞেস করে জানা গেলো ওই ট্রেনটাই আর আসবে না, আসবে পরেরটা এক ঘণ্টা পরে। আমরা প্ল্যাটফর্মের ঠাণ্ডা এড়াতে স্টেশনের ভেতরে গিয়ে বসে বসে স্টেশনের পায়রাদের কাণ্ডকারখানা দেখলাম। এক ঘণ্টা পরে ট্রেনে উঠে আর্লনে এসে ঠিকঠাক ট্রেন বদলে ব্রাসেলস এর ট্রেনে উঠলাম। দুই ট্রেনের যাত্রী প্রায় একসাথে উঠেছে দেখে ভালোই ভিড় ছিল। আমরা ভাবলাম এক স্টেশন পরে কিছু যাত্রী নেমে গেলে আমরা ভালো একটা সিট দেখে জায়গা বদলে বসবো। এক স্টেশন পরে ট্রেন যখন ছাড়ার ঘোষণা দিলো, আমরা উঠতে নিলাম, টের পেলাম ট্রেন ছাড়ছে না। একটু পরে নতুন ঘোষণা পেলাম যে ট্রেন নষ্ট হয়েছে, আমরা নেমে প্ল্যাটফর্মে থাকি যাতে, পরের ট্রেনে ব্রাসেলস যেতে হবে।

আমরা নেমে দেখলাম অনেক মানুষ নেমে যে যেখানে জায়গা পেয়েছে বসে আছে। আমরা ভাবলাম এক ঘণ্টা ভালোই সময়। বসে না থেকে এই নতুন জায়গা একটু হেঁটে ঘুরে আসি। খুবই ছোট স্টেশন, তিনটে মাত্র লাইন। স্টেশনের বাইরে এসে দেখলাম আশেপাশে কোনো দোকান নেই, সুপারশপ, কফির দোকান, কোনো চেইন শপ – কিছুই না। স্টেশন আর গ্রাম – দুটোর নামই এক, মারবেহান। গ্রামের মাঝের রাস্তা ধরে আমরা এক কিলোমিটার মতো হাঁটলাম। রাস্তার দুইপাশে কিছু সাদামাটা পুরনো বিল্ডিং, এক-দুই বা তিন তলা বেশি হলে। পুরনো মানে বেলজিয়াম বা নেদারল্যান্ডের বিখ্যাত লম্বা গড়নের বাড়িগুলি না, ইউরোপের বাড়ির চেয়ে বাংলাদেশে মফস্বল এলাকায় ৮০-৯০ দশকে করা সাদামাটা দোতলা বাড়ির সাথে মিল বেশি, অযত্নে সময়ের সাথে দালানের বাইরের রং ময়লা হয়েছে কিন্তু কেউ তা নতুন করে রং করার প্রয়োজন মনে করেনি – এমন। দুই একটা গাড়ি ছাড়া রাস্তায় মানুষ ও চোখে পড়লো না, অথচ রবিবার বিকেল, ছুটির দিন। মানুষ হাঁটতেও তো বের হয় এসময়। এইটুক হেঁটেই আমার আর রুসলানের মনে হল হরর সিনেমায় দেখা হন্টেড গ্রামের মতো মনে হচ্ছে, সাথে মেঘলা আকাশ আর একদম হালকা টানা বৃষ্টিও ছমছমে পরিবেশ জমিয়ে তুলেছে। মনে হচ্ছে এই গ্রামে সময় আটকে আছে, এখানে থাকলে বছরের পর বছর আমরা একটা দিনেই আটকে থাকবো। রাস্তা আরেকটু সামনে বাঁক নিলেও আমরা শেষ পর্যন্ত না গিয়ে আবার স্টেশনে ফিরে গেলাম। এর মাঝে প্রায় চল্লিশ মিনিট পেরিয়ে গিয়েছে। ট্রেন আসা পর্যন্ত প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রইলাম।

এই ট্রেন ব্রাসেলস নর্থ স্টেশনে পৌঁছে পরের ট্রেনের মাঝে প্রায় এক ঘণ্টা সময় ছিল, কিন্তু এ ভালোই দেরি করলো। আমরা ওই এক ঘণ্টায় খাবার কিনে পরের ট্রেনে ডিনার করবো ভেবেছিলাম। কিন্তু ট্রেন প্রায় ৫০ মিনিট দেরি করায় আমরা কোনোরকমে পরের ট্রেনে উঠতে পারি। বাকিটা পথ আর লেইট হয়নি। রাত ১০টার আগে বাসায় থাকার বদলে সাড়ে এগারোটার একটু পরে আমরা লেইডেন স্টেশনে পৌঁছাই। এর মধ্যে বেশিরভাগ খাবারের দোকানই বন্ধ হয়ে গিয়েছে, এদিকে আমাদের প্রচণ্ড খিদে লেগেছে। এক তুর্কিশ দোকান খোলা পেয়ে ডোনার বক্স নিয়ে নিলাম দুজনের জন্য। খাবার কিনতে যেয়ে চোখের সামনে স্টেশন থেকে আমাদের বাসার রুটে দিনের শেষ বাসটা সামনে দিয়ে চলে যেতে দেখলাম। এরপর দুইজন গল্প করতে করতে আধাঘণ্টা হেঁটে বাসায় পৌঁছলাম।

কোভিডের আগে আমরা বেশ নিয়মিতই এরকম ঝটিকা সফরে চলে যেতাম, অন্তত মাসে-দু’মাসে একবার করে। আধা ঘুমিয়ে – না ঘুমিয়ে, হেঁটে/দৌড়ে বাস/ট্রেন/প্লেন ধরে এক-দেড় দিন নতুন একটা জায়গা, সেখানের রাস্তাঘাট – খাবার – স্থাপত্য – জাদুঘর প্রায় দৌড়ে দৌড়ে দেখে আবার ফিরে এসে পরদিন ক্লাস আর রিসার্চ। অনেকদিনের অনভ্যাসেই কিনা, এবার ক্লান্ত লেগেছে ভালোই। তবে নতুন জায়গা দেখার, নতুন গল্প খোঁজার, নতুন অভিজ্ঞতার (ভালো হোক আর খারাপ হোক) যে মুগ্ধতা, সেটা যে একটুও কমেনি, তা অনুভব করে শান্তি নিয়ে বাড়ি ফিরেছি। সেই সাথে লম্বা ট্রেন সফরে অনেকদিন পরে টানা বই পড়েছি, দ্বিগুণ আনন্দের ব্যাপার 🙂

Categories
Thoughts

স্মৃতির রঙ

জীবনে সমর পার হবার সাথে সাথে মনে হয় মানুষের এলোমেলো স্মৃতি ফিরে আসার জানালাগুলোর কলকব্জা ঢিলে হতে থাকে- চাইলে খুলে ফেলা যায় বৈ কী, তবে বন্ধ করাটা বেশ কঠিন। আবার কখনো নিজে নিজেই অল্প করে খুলে গিয়ে অন্ধকার ঘরে জানালার ফোঁকর গোলে আসা আলো অথবা চির ধরা নৌকায় অল্প পরিমাণে কিন্তু তুমুল উদ্যমে গলগলিয়ে আসা পানির মতোই চারপাশের বাস্তবতা পাল্টে দেয় একরকম। এই স্মৃতির স্রোতকে না থামিয়ে আর অন্য কিছু করা যায়না ঠিকমতো- মনের মাঝে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে।

এমন অনাকাংখিতভাবে আর কিছু না জানিয়েই এতো শক্তিশালী এই টান আসে, যে অনেক সময় একেবারে অপ্রস্তুত হয়ে যাই। তা জটিল বিষয়ের কোন পড়ার বই বা পেপার না বুঝতে থাকলে, বা লেখালেখির সময় মাথায় কিছু না আসলে যেমন নিরেট দেয়ালের দিকে তাকিয়ে থাকতে আর আকাশ কুসুম ভাবতে ভালো লাগে, সেটার সাথে এর হাল্কা একটু পার্থক্য আছে। তা হলঃ এই দেয়ালে তাকিয়ে থাকাটা অনেকটা ইচ্ছাকৃত, বা বলা যায় এই এলোমেলো চিন্তার ধারা কখন আসছে টের পাওয়া যায় কিছুটা, এই যে হঠাত আসা স্মৃতির কথা বলছি, এর চালচলন টের পাওয়া কঠিন। 

মাঝে মাঝে খুব সাধারণ গৎবাঁধা কোন কাজ করতে গিয়েও হঠাত করে কোন অদৃশ্য শক্তি মনে হয় আগের এক সময়ে নিয়ে যাচ্ছে। যেমন, কয়েকমাস আগের কথা – কোন এক শনিবার সপ্তাহান্তের ছুটির সুবাদে দেশি খাবার করছিলাম। নেদারল্যান্ডে বা ইউরোপেই মিষ্টি কুমড়ো সহসা পাওয়া যায় না, স্কোয়াশ বা বাটারনাট স্কোয়াশ দিয়েও দিব্যি কাজ চলে যায়। তো ওই সপ্তাহে কোন ভাবে এক তুর্কি দোকান থেকে মিষ্টিকুমড়ো পেয়েছি। আমার ভীষণ পছন্দের সবজি, তাই মনে আনন্দে কুমড়োর খোসা ছাড়িয়ে চামচ দিয়ে ভেতরের বীজগুলি বের করছিলাম। বীজের সাথের শাঁস থেকে হাতে কুমড়োর হালকা গেরুয়া – কমলার মাঝামাঝি রং লেগে যাচ্ছিলো। এমনিতে বাটারনাট স্কোয়াশে এরকম রং হয় না বীজের শাঁসে, আর হলেও ছোট দেখে হাতে না লাগিয়েও পরিষ্কার করে ফেলা যায়। আমি প্রথমে রঙের ব্যাপারটা খেয়াল করিনি। বীজ আর শাঁস পরিষ্কার করে হাত ধুতে গিয়ে দেখি হাত গেরুয়া কমলায় মাখামাখি।

আমি চমকে উঠে সামলাতে পারলামনা, চলে গেলাম ৬/৭ বছর বয়সে দাদাবাড়িতে। গ্রামে পাশের বাড়িতে একটা শিউলি গাছের ঝরা ফুল কুড়োতে চলে যেতাম ফুলের সময় আসলে প্রতিদিন। আর ফুল তুলে প্রায়ই যাদের গাছ সেই খালামনি বা নানুকে (গ্রাম সম্পর্কের) কিছু ফুল দিয়ে আসতাম বা এমনিতেই গল্প করে আসতাম। কুমড়োর রঙে মাখা হাত দেখে আমার চোখে ভাসলো সেই শিউলির স্নিগ্ধ সাদা আর ঝকঝকে কমলা, যেন হেমন্তের শেষের শিশির ভেজা সকাল আর শিউলির হালকা সুঘ্রানের মিশেল টের পেলাম, পাশের বাড়ির নানুর সাথে গল্পের সময় তার মুখে পানের পিকের কারণে একটু জড়িয়ে যাওয়া স্বরে কথা শুনতে পেলাম। এই সবটা হলো মাত্র কয়েক সেকেন্ডে, একেবারে সিনেমার দৃশ্যের মতো জুম আউট করে আবার হাতে ফিরে আসলাম।

উপরের লেখাটুকু বছর দুই আগে লিখেছিলাম। সাথে আরেকটা লাইন শুরু করে কয়েক শব্দ লিখে থেমে গিয়েছিলাম কোনো কারণে। মাঝে আর এ নিয়ে বসা হয়নি। দুই সপ্তাহ আগে দেশে থাকা অবস্থায় এবার গ্রামের বাড়ি গিয়েছিলাম। ছয় বছরের ও বেশি সময় পরে গিয়েছি এবার। আরও অনেক বেশি সময় পার হয়েছে শেষ যখন সব চাচা চাচী আর চাচাতো ভাই বোনদের সাথে গিয়েছিলাম। আবার কখনো সেভাবে বাড়ি ভর্তি মানুষ মিলে যাওয়া বা থাকা হবে কিনা জানি না। সেখানে গিয়ে হঠাত মনে পড়েছে এই লেখার কথা, তাই এসে খুঁজে বের করলাম আজকে।

এতো বছর পরে গ্রামের বাড়িতে গিয়ে কোথায় যেন একটু শান্তি পেলাম দেখে যে কিছু জিনিস একদমই বদলায়নি। সেই ২৩ বছর আগে যেই গ্রাম থেকে মফস্বল শহরে চলে গেলাম, সেখান থেকে ব্যস্ত মহানগরে, তার পরে অন্য মহাদেশের নানান দেশে নানান শহরে – একরকম বিরতিহীন যাত্রার মতো। একদণ্ড বসে উপলব্ধি করার সময় পেলে কেবলই মনে হয় যে অনেকগুলো জীবন পেরিয়ে এসেছি। আমি নিজে কোথাকার মানুষ ভাবতে গেলে আর কোনো গ্রাম – শহর – দেশে বাঁধতে পারিনা, আমি এই পৃথিবীর মানুষ, আমি এই সীমাহীন মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ – এটাতেই এসে শেষ হয় সব ভাবনা। কিন্তু মাঝে মাঝে নিজেকে ভাসমান কচুরিপানার মতো মনে হয়, তখন এই স্মৃতিরা আবার মনে করিয়ে দেয়, যেখানেই থাকি, বয়েসি বটের মতো ছড়ানো শেকড়ও আছে আমার। অথবা বাতাসে ভেসে বেড়ানো তুলার বীজের মতো আমার অস্তিত্ব, আমার শুরুর একটা গল্প আছে, তবে আমার বর্তমান আর ভবিষ্যৎ সেই গল্পের সাথে বাঁধা নয় – বরং আমার পথ প্রতিমুহূর্তে নতুন গল্প দেখে আর তৈরি করে। আমার, আমাদের সবার রংবেরঙের স্মৃতিরা ভালো থাকুক, আর আমাদের শুরুর গল্পগুলো আমাদের মনে করিয়ে দিক এমন ক্ষণিক ঝোড়ো হাওয়ার মতো।

Categories
Lifestyle / Tips

করোনা ভাইরাসঃ COVID-19- অবশ্যই জেনে রাখা, এবং মেনে চলার মতো কিছু তথ্য

ভূমিকাঃ 

করোনাভাইরাসের একটি নতুন ধরণবাহিত রোগ, COVID-19 যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, এবং প্রচুর জীবনহানির কারণ হয়েছে, তা ইতিমধ্যে সবাই জানি। কিন্তু গণমাধ্যমের অপপ্রচার হোক, বা ইন্টারনেটের অবাধ প্রসার হোক, যে কোনো কারণেই এই রোগটির ব্যাপারে সঠিক তথ্যের চাইতে ভীষণভাবে ভ্রান্ত তথ্যের বিস্তারই বেশি দেখছি। আমি ডাক্তার নই, বা মেডিকেল সায়েন্সের সাথে জড়িত কোনো পেশায় নেই। তবে বিজ্ঞান গবেষণায় থাকার জন্য হোক, বা সাধারন জ্ঞান থাকার জন্য হোক, কোথাকার তথ্য বিশ্বাসযোগ্য, আর কোথাকার তথ্য আর বিশ্লেষণ এড়িয়ে চলতে হয়, এতোটুকু জানা আছে। পাশাপাশি, পড়াশোনার কারণে আপাত ইউরোপে থাকার জন্য এখানে করোনার বিস্তারের ভয়াবহতা, আর এর প্রতিরোধে যেসব ব্যবস্থা নেয়া হচ্ছে, তা নিজে দেখে আর নিজে এর মধ্যে থেকে এর গুরুত্ব অনুধাবন করেই এই কথাগুলো বাংলায় সবার কাছে পৌঁছে দেয়া গুরুত্বপূর্ণ মনে করে লিখছি। এখানের কোনও কথাই আমার মনগড়া নয়। লেখার শেষে তথ্যসূত্র আর লিঙ্ক দেয়া আছে। এখানে দেয়া তথ্যগুলোর যেকোনো সময়ের সঠিক আপডেটের জন্য লিঙ্কগুলিতে গেলেই পাওয়া যাবে। আশা করি দেখে, পড়ে, সত্যতা যাচাই করে আপনার মন্তব্য জানাবেন, আর পরিচিত কারো কাজে আসবে মনে হলে তাদেরকে লেখাটা পাঠাবেন। এই লেখাটা পড়ে একজন মানুষও যদি আরেকটু সাবধান হন, সেখানেই আমাদের লেখার সার্থকতা, আর কিছু না। – লামমীম, রুসলান   

করোনাভাইরাস কীঃ 

করোনাভাইরাস মূলত একটি নয়, বরং একটি ভাইরাস পরিবারের নাম। এই ভাইরাস কোষের গঠন গোলাকার। এই গোলকের পৃষ্ঠ থেকে বেরিয়ে আসা প্রোটিন দেখতে মুকুট বা ল্যাটিন ‘করোনা’র মতো দেখতে বিধায় এই নামকরণ। ১৯৭০ এর দশকে প্রথম মানুষকে আক্রান্ত করে এমন করোনাভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে, আর এখন পর্যন্ত এর ৭টি ধরণ দেখা গিয়েছে যা মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। গত কয়েক দশকে আলোচিত সার্স (SARS), মার্স(MERS) ও এই ৭ ধরণের মধ্যে পড়ে। ২০১৯ সালে চিনের উহান প্রদেশে এক নতুন ধরণের নিউমোনিয়ার কারণ খুঁজতে গিয়ে এই নতুন করোনাভাইরাস পাওয়া যায়। এর নাম দেয়া হয় SARS-CoV-2 যা পরে COVID-19 (রোগের নাম Coronavirus Disease) নামে বেশি পরিচিত হয়।

এর সাথে সাধারণ ফ্লুর পার্থক্য কীঃ 

চীনের উহানে যখন COVID-19 প্রথম ছড়াতে শুরু করে, তখন বিশ্বের বেশিরভাগ জায়গাতেই একে খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি। এমনকি সাধারণ ফ্লু তেও COVID-19 আক্রান্ত রোগীদের চেয়ে বেশি মানুষ মারা যাওয়ার সমীক্ষা দেখানো হয়। তবে খুব কম সময়ের মধ্যেই আমরা জেনে গিয়েছি যে COVID-19 মোটেও সাধারণ ফ্লু এর মতো নয়, এতে নিউমোনিয়া এবং কিডনি কাজ করা বন্ধ করে দেয়ার মতো জটিল উপসর্গ খুব বেশি দেখা যাচ্ছে। এই রোগ একেবারে নতুন বলে আমাদের কাছে কোন বিশদ সমীক্ষা বা তথ্য ছিল না, এখনো আমরা প্রতিদিন নতুন করে জানছি এর ব্যাপারে। তবে গত এক মাসেই এই রোগে আক্রান্তদের মৃত্যুহার চীনে ৪% থেকে ইতালিতে প্রায় ৮% (১৬ মার্চের তথ্য অনুযায়ী)এ পৌঁছেছে, যেখানে ফ্লু তে মৃত্যুহার ১% এর চেয়েও অনেক কম। এর একটি বড় কারণ, COVID-19 এর কোনও কার্যকরী চিকিৎসা, বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। কাজেই এখনো মূল প্রতিকার শুধু রোগের বিভিন্ন লক্ষণের জন্য চিকিৎসা সেবা, আর মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। 

বর্তমানে COVID-19 এর বিস্তার কেমনঃ 

আমি এখন লিখছি সেন্ট্রাল ইউরোপিয়ান সময় ১৭ মার্চ, ভোর ৩টায়। এখন সবচেয়ে শেষ আপডেট অনুযায়ী, বিশ্বের ১৬২ টা দেখে COVID-19 এর সংক্রমণ পরীক্ষার মাধ্যমে সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১,৮২,৫৫০ – যার মধ্যে ৭,১৬৪ জন মৃত্যুবরণ করেছে, আর ৭৯,৮৮১ জন সুস্থ হয়েছে। এখনও অসুস্থ আছে এমন রোগীর সংখ্যা ৯৫,৫০৫ জন। তবে শুধুমাত্র এই সংখ্যাগুলো দেখে এর সংক্রমণের ব্যাপ্তি বোঝা যাবে না। চীনে প্রথম শুরু হলেও, আর সেখানে মোট ৮০,০০০+ মানুষ সংক্রমিত হলেও সেখানের মোট জনসংখ্যার তুলনায় এই সংখ্যা খুব বেশি না (প্রতি ১০ লক্ষ মানুষে ৫৬ জন)। সেই তুলনায় ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২৭,৯৮০ জন (প্রতি ১০ লক্ষে ৪৬৩ জন, চীনের প্রায় ৯গুন!)। এছাড়া প্রতিদিনই অসংখ্য নতুন রোগীর সংক্রমণ নিশ্চিত হচ্ছে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩,২৩৩ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। জার্মানিতে গত সপ্তাহের শুক্রবার সারাদেশে রোগীর সংখ্যা ছিল ৬০০+, গত ৮ দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৭,২৭২ তে! গত শুক্রবার এখানে নেদারল্যান্ডে রোগীর সংখ্যা ছিলো ৩ জন, যা আজকে ১,৪১৩ এ দাঁড়িয়েছে। গত একদিনেই ২৭৮ জন নতুন রোগী সনাক্ত হয়েছে এখানে। কাজেই প্রথমে এর বিস্তার তেমন বেশি মনে না হলেও এর বিস্তারের হার ‘সূচকীয়’ বা exponential হওয়াতে দ্রুত ব্যবস্থা না নিলে সংক্রমণের সংখ্যা আকাশচুম্বী হওয়া খুবই কম সময়ের ব্যাপার।   

কারা সবচেয়ে ঝুঁকির মুখে আছেঃ 

যেহেতু এখন পর্যন্ত COVID-19 এর চিকিৎসার বড় অংশ রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত, বয়স্ক মানুষ (৬০+), আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তারা সবচেয়ে বেশি COVID-19 এর জটিল উপসর্গর সম্মুখীন হচ্ছে। আগে থেকেই স্বাস্থজনিত ঝুঁকি বা রোগে আক্রান্তঃ যেমন ক্যান্সার, রিউমাটয়েড আরথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিলতা যাদের আছে তারাও এই উচ্চ ঝুঁকির আওতায় আছে। তবে যেকোনো বয়সেই রোগের জটিলতা বাড়ার সম্ভাবনা আছে। 

কীভাবে নিশ্চিত হবো যে Covid-19 সংক্রমণ হয়েছেঃ  

এখনো সবচেয়ে নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের উপায় হল কণ্ঠনালি আর নাক থেকে লালা আর মিউকাসের স্যাম্পল নিয়ে পরীক্ষা। PCR বা Polymerised Chain Reaction নামক পরীক্ষা করে এই ভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্য সনাক্তকরণের মাধ্যমে এর উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে তার আগে COVID-19 এর কোষের ভেতরের RNA কে DNA তে রূপান্তর করতে হয় Reverse-Transcriptase এনজাইমের মাধ্যমে। তাই পুরো পরীক্ষাকে সংক্ষেপে RT-PCR বলা হয়। এই টেস্টের ফলাফল পেতে ন্যুনতম ২৪ ঘণ্টা সময় লাগে। আর চাহিদার তুলনায় এই টেস্টের উপকরণ বেশ কম হওয়ায় বেশিরভাগ দেশেই এখন সংক্রমণের বেশ কিছু লক্ষণ প্রকাশ পেলে তবেই টেস্ট করা হচ্ছে। আর টেস্টের সময়টাতে রোগীকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 

উপসর্গ কী কীঃ 

এখনো COVID-19 এর ব্যাপারে আমরা নতুন করে জানছি। সংক্রমণের মধ্যে ৮০% ক্ষেত্রেই উপসর্গ সাধারণ ফ্লু এর মতো, আর চিকিৎসা বাসায় বিশ্রাম নিয়েই সম্ভব। ১৪% ক্ষেত্রে উপসর্গ জটিল, আর ৬% ক্ষেত্রে গুরুতর। এসব ক্ষেত্রে হাসপাতালে দ্রুত ভর্তি হওয়া জরুরি। উপসর্গ প্রায় সব ক্ষেত্রেই জ্বরের সাথে শুরু হয়। কয়েকদিনের মধ্যে যোগ হয় কাশি। অবস্থা জটিল হতে থাকলে এক সপ্তাহের মধ্যে শুরু হয় শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট মারাত্মক অবস্থায় পৌঁছালে পানিতে ডুবে যাবার মতো অনুভূতি হয় ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে দেখে। এখন পর্যন্ত রোগীদের মধ্যে যেসব উপসর্গ  কমবেশি দেখা গিয়েছে তা হলঃ

  • জ্বর (৯৮% )
  • ক্লান্তি (৭০%) 
  • শুকনো কাশি (৬০%)
  • ক্ষুধামন্দা (৪০%) 
  • গায়ে(মাংসপেশি) ব্যাথা (৩৫%) 
  • শ্বসনে জটিলতা (৩১%)
  • শ্লেষ্মা সহ কাশি 
  • শ্বাসনালী আর বুকে ব্যাথা 
  • মাথাব্যাথা 
  • ডায়রিয়া
  • বমিভাব   
  • মাথা ঘোরা 
  • পেটে ব্যাথা 

কীভাবে ছড়ায় COVID-19, আর ভাইরাস দেহে আসলে কতদিন লাগতে পারে লক্ষণ প্রকাশ পেতেঃ 

অন্যান্য ফ্লু এর মতোই, COVID-19 এর ভাইরাস ছড়ায় আক্রান্ত রোগীর নাক বা মুখ নিঃসৃত তরল থেকে যা হাঁচি বা কাশি মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসবাহি তরল যদি কোনভাবে আমাদের মুখ, নাক, বা চোখে প্রবেশ করে, তাহলে সংক্রমণ ছড়ায়। হাঁচি বা কাশির মাধ্যমে বাইরে আসা তরলের ফোঁটায় থাকা ভাইরাস কতক্ষণ বাতাসে বা কোন পৃষ্ঠে বেঁচে থাকতে পারে, তার কোন প্রমাণসহ উপাত্ত এখনো নেই। সার্স এবং মার্স, করোনাভাইরাস পরিবারের অন্য দুই ভয়ানক সংক্রামক রোগ সৃষ্টিকারী ভাইরাসের মানুষ বা প্রাণীদেহের বাইরে বেঁচে থাকার ক্ষমতা বস্তুর উপাদান, পরিবেশ, তাপমাত্রা ইত্যাদি নানান প্রভাবকের উপর নির্ভর করে কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত হতে পারে। COVID-19 এর জন্যও এই বৈশিষ্ট্য একই রকম ধারনা করা হচ্ছে প্রাথমিক কিছু তথ্য আর পরীক্ষা থেকে। বাতাসের থেকে স্টিল, প্লাস্টিক, বা কাঠের পৃষ্ঠে এর বেঁচে থাকার সময়কাল বেশি। ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি তাপমাত্রায় এই ভাইরাসের এসব পৃষ্ঠে বেঁচে থাকার সময়কাল আরও কমে আসে। তবে একেবারে মরে যায়, তা না। আর কমে এসে সেই সংখ্যা কতোটুকু, এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। 

COVID-19  ভাইরাস দেহে প্রবেশের পর রোগের লক্ষণ প্রকাশ পেতে ২-১৪ দিন পর্যন্ত লাগতে পারে এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী। তবে এই সময়কাল আরও বাড়তে পারে। 

এর প্রতিরোধে কী করতে পারিঃ 

সাধারণ স্বাস্থ্যসম্মত জীবনযাপন আর যথাযথ পরিচ্ছন্নতা মেনে চলা COVID-19 এর বিস্তার প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপশি বিশেষ করে অসুস্থ হয়ে পড়লে যেকোনো ভিড় বা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর COVID-19 দমনে ইউরোপের বিভিন্ন দেশে নেয়া পদক্ষেপগুলোর কিছু হলঃ

  • বাইরে থেকে এসে, বা যেকোনো সময় হাত পরিষ্কারে অন্তত ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া। হাতের তালুর উল্টো পিঠ, আঙ্গুলের মাঝে, কব্জি – সবজায়গায় যাতে সাবান পৌঁছে খেয়াল রাখা। 
  • একান্তই সাবান বা পানি না পাওয়া গেলে অন্তত ৬০% – ৮০%  অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার ব্যবহার করা। 
  • হাঁচি বা কাশি আসলে টিস্যু ব্যবহার করা। ব্যবহার করেই সাথে সাথে ডাস্টবিনে ফেলে দেয়া। 
  • সাথে টিস্যু না থাকলে কনুই তে হাঁচি বা কাশি দেয়া। হাতের তালুতে কোনভাবেই না দেয়া। 
  • হাত মেলানো বা হ্যান্ডশেক না করা। 
  • যেসব জিনিসপত্র বা পৃষ্ঠ (স্মার্টফোন, ল্যাপটপ, কাজের জায়গা, টেবিল, রান্নাঘরের টেবিল, কাটিং বোর্ড ইত্যাদি) প্রতিদিন ব্যবহার করা হয়, সেগুলো নিয়মিত পরিষ্কার আর জীবাণুমুক্ত করা। 
  • মানুষের সংস্পর্শ আর ভিড় এড়িয়ে চলা। একান্তই বের হতে হলে মানুষের থেকে কমপক্ষে এক থেকে দেড় মিটার দূরত্ব রাখা।  
  • হাত দিয়ে মুখ, চোখ, নাক স্পর্শ না করা। 
  • সামাজিক মেলামেশা, অনুষ্ঠান আপাতত বন্ধ রাখা। ইতালি, স্পেইন, নেদারল্যান্ড, কানাডা সহ অনেক দেশে সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আপাতত। স্কুল কলেজে বাসায় থেকে অনলাইনে ক্লাস হচ্ছে। এখানে রেস্টুরেন্ট, জিম, কফি শপ ইত্যাদি বোধও হয়েছে। অনেক দোকানে একসাথে ২/৩ জনের বেশি ক্রেতা ঢুকতে দেয়া হচ্ছেনা যেখানে ১০০ জনের বেশি খুব সহজে কেনাকাটা করতে পারে এমনিতে। দেশেও স্কুল কলেজ বন্ধ হয়েছে। এখন এই বন্ধে বাসায় না থেকে বাইরে ঘুরে বেড়ালে কোন কাজ হবে না এতে। বাসায় থাকুন, প্লিজ। 
  • কম বা বেশি জ্বর, কাশি, সর্দি – যেকোনো উপসর্গেই অন্তত এক সপ্তাহ ঘরের বাইরে না যাওয়া, মানুষের থেকে দূরে থাকা। COVID-19 এর সংক্রমণ না হলেও এসব রোগের কারণের তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। তাই COVID-19 এ আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায়। আর যদি COVID-19 এ আক্রান্ত হয়েও আপনার উপসর্গ সাধারণ ফ্লু এর মতো হয়, আপনার থেকে অন্যদের মাঝে ছড়ালে এর জটিলতা যে বাড়বে না তার কোনও নিশ্চয়তা নেই। কাজেই নিজে সাবধানে থাকুন, অন্যদের ও নিরাপদে রাখুন। 
  • কাঁচাবাজার, আর বিশেষ করে পশুপাখির বাজার এড়িয়ে চলুন। করোনাভাইরাসের সবগুলো প্রজাতিই পশুপাখিদের শরীর থেকে মানুষের শরীরে এসেছে। 
  • সম্ভব হলে বেশিদিন বাসায় ভালো থাকে এমন খাবারের উপকরণ ( যেমন চাল, ডাল, পেয়াজ, রসুন, আদা, মসলা, ডিম, ছোলা, আলু ইত্যাদি ) দুই সপ্তাহ থেকে এক মাসের মতো পরিমাণে কিনে রাখুন। 
  • মাস্ক বেশি করে কিনে সংক্রমণ এড়ানো সম্ভব না। বরং আক্রান্ত রোগী আর চিকিৎসকদের জন্য মাস্ক ব্যবহার অনেক বেশি জরুরি সংক্রমণ ঠেকাতে। ইউরোপের বেশিরভাগ দেশে রোগী বা চিকিৎসা সংক্রান্ত পেশার না হলে মাস্ক না কেনার কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 
  • ফলমূল, এবং শাকসবজি, বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফলমূল বেশি করে খাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা বেশি জরুরি এখন। 
  • বাজার, বা টিস্যু, যেকোনো কিছুই কেনার সময় মনে রাখবেন, আপনি একা ব্যবহার করে রোগ সংক্রমণ বা বিস্তার ঠেকানো সম্ভব না, শুধুমাত্র সমাজের সবাই ঠিকভাবে পরিচ্ছন্নতা মেনে চলতে পারলে, আর নিয়মগুলো মানতে পারলেই যথাসম্ভব দ্রুত এই ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে। 

শেষকথাঃ 

করোনাভাইরাসকে যে উপেক্ষা করা সম্ভব না তা এতদিনে আশা করি বুঝে গিয়েছি সবাই। এখনি সাবধান না হয়ে উটপাখির মতো বালুতে মাথা গুঁজে রাখলে যে খুব কম সময়ের মধ্যেই এই ভাইরাস ভয়াবহ ভাবে দেশের সবজায়গায় ছড়িয়ে পরবে তাতে কোন সন্দেহ থাকার অবকাশ নেই আর। তবে একই সাথে আতঙ্কিত হয়ে বাজারের সব টয়লেট পেপার অথবা সাবান কিনে ফেলেও অবস্থার কোন পরিবর্তন হবে না। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য  সংস্থা (WHO) COVID-19 এর এই প্রসারকে প্যান্ডেমিক বা ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করেছে, তা যথার্থ কারণেই। তবে, আমরা সবাই যদি সঠিক তথ্য জেনে, মাথা ঠাণ্ডা রেখে, এই দুর্যোগ ঠেকাতে যেসব বিশেষজ্ঞ নিরলস কাজ করে যাচ্ছেন তাদের উপদেশগুলো মেনে চলি, আর শুধু নিজের কথাই না ভেবে কীভাবে সবাই একসাথে এই কঠিন সময় থেকে বের হয়ে আসতে পারি তা ভাবি, তাহলে অবশ্যই এর ভয়াবহতা ঠেকানো সম্ভব। প্রয়োজন এখন ধৈর্য, সহযোগিতা, আর সবার জন্য সঠিক তথ্য। 

তথ্যসূত্রঃ 

Categories
Astrophysics Knowledge

আজি কতো তারা তব আকাশে?

ছোটবেলা থেকে বড় শহরের বাইরে কখনো না গেলে রাতের আকাশে আকাশগঙ্গা ছায়াপথে হাল্কা মেঘের মতো ছড়িয়ে থাকা তারাদের আলোর দিকে তাকিয়ে যে হাহাকার আর মুগ্ধতা একসাথে তৈরি হয়, তা কল্পনা করাও সম্ভব না। গ্রামের বাড়িতে, বা পাহাড়ে বেড়াতে গেলে শহরের আলো দূষণের বাইরে প্রায় জমাট কালো অন্ধকারে চাঁদহীন রাতে তারাদের আলোর প্রাচুর্য হঠাত দেখলে স্তব্ধ হয়ে যেতে হয়। এমন কাব্যিক পরিবেশেও অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, যে আসলে কতোগুলি তারা আছে আকাশে? 

আমি নিজে ছোটবেলায় গ্রামের বাড়িতে রাতে লোডশেডিঙের সময় মাদুরপেতে বসে দাদুর কাছে গল্প শুনতে শুনতে তারা গোনার চেষ্টা করেছি বৈকি। তবে, বড়জোর একশ’ পর্যন্ত গিয়ে হয় খেই হারিয়ে ফেলেছি বা গল্পের ছলে গোনা ভুলেছি। আর জনপ্রিয় এক গানের লাইনের মতো (” … তারার মতো, দু’ চোখে গোনা যায়না… ” ) ছোটবেলা থেকেই মনে গেঁথে আছে যে তারার সংখ্যা কি গোনা যায় নাকি আবার! হাজার থেকে লাখ – কোটি, যে কোনো সংখ্যাই হতে পারে! জ্যোতির্বিজ্ঞান পড়তে এসে নানারকম হিসেব নিকেশে এই শৈশবের প্রশ্ন হারিয়ে গিয়েছিলো মাথা থেকে। গতকাল একটা লেখার জন্য তথ্য খুঁজতে গিয়ে এ প্রসঙ্গে মজার কিছু জানলাম। ভাবলাম লিখে ফেলি!    

আধুনিক জ্যোতির্বিজ্ঞানের বদৌলতে আমরা জানি যে শুধু আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই তারা আছে দশহাজার কোটি বা একশ’ বিলিয়নের বেশি (> ১০০০০০০০০০০০)! আর দৃশ্যমান মহাবিশ্বে ছায়াপথের সংখ্যা ও প্রায় একই সমান। তাহলে প্রতিটা ছায়াপথে যদি গড়ে এর আশেপাশের সংখ্যক তারা থাকে, তবে  সব মিলিয়ে কতো অসংখ্য তারা আছে সেই অনুমানটা সহজ বোধে মাথায় আসা কঠিন। তাহলে এতো তারা কোথায় গেলো? হাজার হাজার কোটি তারা থাকলে তো আকাশটাই ছেয়ে যেতো আলোয়। আর কয়টা তারাই বা দেখি আমরা সব মিলিয়ে? এই ভীষণ সময়সাপেক্ষ আর আপাতভাবে অহেতুক প্রশ্নের উত্তরটা একেবারে খুঁটে খুঁটে সময় নিয়ে বের করে গিয়েছেন এক জ্যোতির্বিদ। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডরিট হফ্লেইট ১৯৬৪ সালে এক তারার তালিকা প্রকাশ করেন যা ‘ইয়েল ব্রাইট স্টার ক্যাটালগ’ বা ইয়েল উজ্জ্বল তারার তালিকা নামে পরিচিত। সেখানে পৃথিবী থেকে দৃশ্যমান সর্বনিম্ন ৬.৫ ম্যাগ্নিচিউডের তারার তালিকায় মোট তারার সংখ্যা হয়েছে ৯০৯৬টি! তাও উত্তর – দক্ষিণ দুই গোলার্ধ মিলিয়ে। মানে, বাংলাদেশে বা যেকোনো দেশে থেকে একেবারে বিন্দুমাত্র আলো দূষণ ছাড়া কোনো জায়গা থেকে খালি চোখে রাতের আকাশ দেখলে গড়ে সর্বোচ্চ সাড়ে চার হাজার তারা দেখা সম্ভব! লাখ কোটি তারার তুলনায় সংখ্যাটা বেশ হতাশাজনক নিঃসন্দেহে। 

তবে এটা বেশ নির্ভরযোগ্য সংখ্যা। কারণ বুঝতে জানতে হবে ম্যাগ্নিচিউড ব্যাপারটা কী। এখন থেকে প্রায় দুই হাজার বছর আগে গ্রিক দার্শনিক হিপারকাস তারাদের উজ্জ্বলতা মাপার এক মাপকাঠি করে গিয়েছেন (মতান্তরে মিশরের দার্শনিক টলেমী, তবে হিপারকাসের ভাগে ভোট বেশি)। ম্যাগ্নিচিউড মানে আকার, তিনি তারার উজ্জ্বলতাকে এর আকারের সমানুপাতিক ধরে তখন খালি চোখে দেখা তারাগুলিকে উজ্জ্বলতার সাপেক্ষে ভাগ করেন। যেহেতু আমরা যেকোনো কিছু দেখি বা অনুভব করি লগারিদমিক স্কেলে, এই মাপকাঠিও লগারিদমিক। তারা যতো উজ্জ্বল, এর ম্যাগ্নিচিউড ততো কম – পরপর দুই পাঠের মধ্যে পার্থক্য প্রায় ২.৫১২। অর্থাৎ ম্যাগ্নিচিউড ১ এর তারা ম্যাগ্নিচিউড ২ এর তারার থেকে প্রায় আড়াই গুন বেশি উজ্জ্বল। সেভাবে ম্যাগ্নিচিউড ১ এর তারা ম্যাগ্নিচিউড ৬ এর তারার চেয়ে প্রায় ১০০ গুন বেশি উজ্জ্বল। সেই ২০০০ বছর আগেও খালিচোখে ম্যাগ্নিচিউড ৬ এর বেশি দেখা সম্ভব ছিল না, এখন তো না ই। আর কোনো তারা অনেক বেশি উজ্জ্বল হলে এর ম্যাগ্নিচিউড হয়ে যায় ঋণাত্মক। পরিচিত বিশেষ কিছু তারার ম্যাগ্নিচিউডের মান যেমনঃ সূর্যের -২৬.৭, বীণা মণ্ডলের অভিজিৎ নক্ষত্রের ০.০, ঈগল মণ্ডলের শ্রবণার ১.০, পূর্ণ চাঁদের -১২.৭, খালি চোখে দেখা উজ্জ্বলতম তারা লুব্ধকের -১.৪৬ ইত্যাদি। ( ম্যাগ্নিচিউডের বাংলা প্রতিশব্দ হিসেবে উজ্জ্বলতা ব্যবহার করা হয়, তবে তাতে এর ব্যাখ্যা একটু দুর্বোধ্য হয়ে যায় দেখে এতক্ষণ ইংরেজি শব্দটাতেই লিখলাম। এখন থেকে উজ্জ্বলতা লিখছি। )  

সময়ের সাথে সাথে খালি চোখের হিসেবের বদলে উজ্জ্বলতা পরিমাপের উপায় বদলেছে। এখন এর গণনা হয় প্রতি সেকেন্ডে এই তারা থেকে কয়টা আলোর কণা এসে পড়ছে টেলিস্কোপে তার হিসেবে। এই উজ্জ্বলতা আবার দুই ধরণের। যেহেতু একেক তারা একেক দূরত্বে আছে আমাদের থেকে, কাজেই অনেক বড় একটা তারা বেশি দূরে থাকলে তার উজ্জ্বলতা কম মনে হবে আপাতদৃষ্টিতে। সেক্ষেত্রে উজ্জ্বলতার এই সংখ্যা জ্যোতির্বিজ্ঞানের তেমন কোনো কাজে আসবে না। উপরে দেয়া সব উজ্জ্বলতার পরিমাপ এদের আপাত উজ্জ্বলতা। তারাদের পারস্পরিক তুলনার জন্য বেশি কাজে আসে তাদের প্রকৃত উজ্জ্বলতা। তারাদের জন্য এই প্রকৃত উজ্জ্বলতার সংজ্ঞা হল, তারাটি যদি পৃথিবী আর সূর্য থেকে ১০ পার্সেক (প্রায় ৩২.৬ আলোকবর্ষ ) দূরে থাকতো, তাহলে এর আপাত উজ্জ্বলতা যা হতো, তা ই। কারো কাছে অনেকগুলো ছোটবড় নানান উজ্জ্বলতার বাতি থাকলে, সেগুলোর কোনটা বেশি উজ্জ্বল আর কোনটা কম, তা বুঝতে যদি সবগুলো বাতি জ্বালিয়ে ১০ মিটার দূরে সমান দূরত্বে রেখে তাদের উজ্জ্বলতা মাপা হয় ব্যাপারটা তেমন। এসে করে কোনটা বেশি উজ্জ্বল আর কোনটা কম, এর সাথে কোনটা কতো দূরে তার চিন্তা করতে হয়না আর। তো এই তুলনা করে লাভটা কী? সবচেয়ে সহজ আর গুরুত্বপূর্ণ ব্যবহার হলো দূরত্ব মাপা। যেহেতু প্রকৃত উজ্জ্বলতা বলছে যে একটা নির্দিষ্ট দূরত্বে এই তারা কতোটা উজ্জ্বল, আর আমরা আপাতভাবে দেখছি এই তারা কতোটা উজ্জ্বল, আর উজ্জ্বলতা দূরত্ব বাড়ার সাথে সাথে এর বর্গের সমানুপাতিক হারে কমতে থাকে, এই সহজ হিসেব মিলিয়ে নিলেই এই দুই উজ্জ্বলতা থেকে তারার দূরত্ব মাপা যায়। এই দূরত্ব মেপেই আমরা আকাশগঙ্গা ছায়াপথের ত্রিমাত্রিক মডেল তৈরি করতে পারছি, আবার আকাশগঙ্গার স্যাটেলাইট ছায়াপথ ছোট (আর বড়) ম্যাজেলানিক মেঘের তারাদের দূরত্ব মেপেই প্রথম আমরা বুঝতে পারি যে আকাশগঙ্গাই একমাত্র ছায়াপথ নয়, বরং মহাবিশ্বে অসংখ্য ছায়াপথ আছে। যাহোক, আধুনিক জ্যোতির্বিজ্ঞানে দূরত্বের আর সঠিকভাবে দূরত্ব পরিমাপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে আরেকদিন বিশদ বলা যাবে! 

বলছিলাম ৬.৫ উজ্জ্বলতার সীমায় মাত্র ৪০৯৬টা তারা দেখতে পারার কথা! এখন, যদি দূষণ মুক্ত আকাশের বদলে ঢাকার মতো শহরের আকাশের কথা ভাবি? শহরের নানান আলোকসজ্জা, বাতি, আর ধোঁয়াশার কারণে দৃশ্যমান তারার উজ্জ্বলতা ৬ থেকে এসব জায়গায় নেমে আসে ২.৫ এর ও নিচে। তাতে সপ্তর্ষি মণ্ডলের তারাদের চাইতে অনুজ্জ্বল কোনও তারা দেখা সম্বব হয় না। আর দুই গোলার্ধ মিলিয়ে দেখতে পারা তারার সংখ্যা নেমে আসে ৭০এ! স্টেলারিয়ামের মতো সফটওয়ার দিয়ে দৃশ্যমান উজ্জ্বলতার সীমা ঠিক করে যে কেউ দেখে নিতে পারি এই উজ্জ্বল তারাদের সংখ্যা।        

আর যদি দৃশ্যমান উজ্জ্বলতার সীমা আমরা বাড়িয়ে দিতে পারি টেলিস্কোপ বা বাইনোকুলার দিয়ে? এদিক দিয়ে বলা যেতে পারে যে প্রকৃতি পুঁজিবাদের মতো এক নিয়ম মেনে চলে – যতো কম উজ্জ্বল আর ছোট তারা, ততো বেশি এদের সংখ্যা। তাই একটু অনুজ্জ্বল তারা দেখতে পারলেই এর সংখ্যা সূচকীয় হারে বাড়তে থাকে। ৫০ মিমি বাইনোকুলার দিয়ে প্রায় উজ্জ্বলতা ৯ পর্যন্ত দেখা যায়, এতে প্রায় দুই লাখের বেশি তারা স্পষ্ট হয়ে ওঠে। আর যদি একটা ৩ইঞ্চি টেলিস্কোপ জোগাড় করা যায়, তাহলে সুবিধাজনক জায়গায় থাকলে প্রায় ৫৩ লক্ষ তারা চোখে পড়ে। আসলে তার প্রায় অর্ধেক যেহেতু আমরা পৃথিবীর অর্ধেক অংশের আকাশ দেখছি। কিন্তু কে গুনতে যাচ্ছে!  

Dr. Dorrit Hoffleit while obtaining her degree.

শেষ করছি ডরিট হফ্লেইটের ব্যাপারে দু’কথা বলে। ১৯০৭ সালের মার্চ মাসে তাঁর জন্ম। মাত্র ২৩ বছর বয়সে হার্ভার্ড কলেজ মানমন্দিরে হ্যার্লো শেইপলীর সাথে গবেষণা সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি, ১৯৩৮ সালে পান ডক্টরেট ডিগ্রি। সেই সময় নারী জ্যোতির্বিদের সংখ্যা ছিল নেহাতই হাতে গোনার মতো। এমন পরিবেশেও তিনি বিষম তারা, অ্যাস্ট্রোমেট্রি, আর জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসের মতো বিষয়ে বিশ্বখ্যাত ছিলেন তাঁর কাজের জন্য। ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে কাজ থেকে অব্যাহতি নিলেও বয়স ৯০ এর কোঠায় থাকার সময়ও নিয়মিত কাজ করে গিয়েছেন। ২০০৭ সালের এপ্রিল মাসে, তাঁর ১০০তম জন্মবার্ষিকী পালনের কয়েক সপ্তাহ পরেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ তাঁর উজ্জ্বল তারার তালিকা। গবেষণার পাশাপাশি তিনি মেয়েদের জ্যোতির্বিজ্ঞান গবেষণায় উৎসাহী করতে কাজ করেছেন। ২০০২ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনীর নাম আমার মনে হয় জীবন সম্পর্কে তাঁর দ্রশ্তিভঙ্গি খুব ভালভাবেই তুলে ধরে, ‘Misfortunes as Blessings in Disguise: The story of my life’। তাঁর প্রতি শ্রদ্ধা।  

Categories
Reviews

অভাজনের মহাভারত – মাহবুব লীলেন

২৪ আগস্ট, ২০১৯

মহাভারত পড়েছি বেশ ছোটবেলায় উপেন্দ্রকিশোরের সংস্করণ, তার বেশিরভাগই মনে নেই। এর পরে একটা সম্পূর্ণ সংস্করণ পড়ার ইচ্ছে থাকলেও নানান কারণে – অকারণে হয়ে ওঠেনি। তবে টুকরো টুকরো বিবরণ বা গল্প শোনা বা পড়া হয়েছে অনেকবারই। এই বইটার নাম শুনি আমি মাত্র ১০দিন আগে। বেশ প্রশংসা শুনেই আগ্রহ করে শুরু করি, আর বইয়ের ভাষার কারণে প্রথমে বেশ হোঁচট খাই। তবে শুরুতেই নানান তথ্য আর সরাসরি ভণিতা ছাড়া দেয়া ব্যাখ্যাগুলো পড়ে ডুবে যাই বইতে বলা যায়।

কাজ আর জীবনের কারণে এখন আর আগের মতো এক বসায় টানা বই পড়ে যাওয়া সম্ভব হয় না। সেই দিক থেকে দেখলে অনেকদিন পর এতো কম সময়ে এমন ঘটনা আর তথ্যবহুল একটা বই শেষ করলাম। সেজন্য সমস্ত কৃতিত্ব লেখনীর। বাস্তবতা আর পৌরাণিক ছোট বড় অসংখ্য ঘটনা, কাহিনী, আর কালের স্রোতে নানান জনের স্বার্থে জমতে জমতে বিশাল থেকে বিশালতর হয়ে যাওয়া এই মহা-কাহিনীকে এরচেয়ে সোজাসাপ্টা কথায় এতো গুছিয়ে লেখা মনে হয় সম্ভব না। বিশেষ করে কবে আর কীভাবে কাহিনীগুলো বা তার অংশবিশেষ বদলেছে, বিভিন্ন প্রধান চরিত্র বিশ্লেষণ, আর এ ব্যাপারে আরও জানতে চাইলে উপযুক্ত তথ্যের রেফারেন্সের ব্যাপারগুলো খুবই ভালো লেগেছে। অবশ্যই পড়ে ফেলার মতো বই, এবং পড়ার আগে অবশ্যই ভূমিকাটুকু পড়ে নিতে হবে, নাহলে এই লেখনীর মর্মই বেশিরভাগ বোঝা যাবে না।

Categories
Travel

প্যারিস কাটাকম্ব – বিচিত্র ইতিহাস আর অভিজ্ঞতা!

আগস্ট, ২০১৯

পুরো কাটাকম্ব জুড়েই এমন হাড়ের সারি। কোনো ভুতুড়ে বইয়ের মলাট খোঁজার বেশ মোক্ষম জায়গা। কিন্তু, সেখানে থাকার সময় এমন কিছু মনে হয়নি। মনে হয়েছে শুধু মানুষ!

প্রথম প্যারিস কাটাকম্বের কথা পড়ি আমি কোনো এক বইতে, খুব সম্ভবত ড্যান ব্রাউনের ‘ দ্য ভিঞ্চি কোড’  বইতেই। কিন্তু, গত সপ্তাহান্তে প্যারিস বেড়াতে যাবার প্ল্যান যখন শুরু করেছি গতমাসে, তখন এই জায়গার কথা প্রথমে একেবারেই মাথায় আসেনি। প্যারিস – বা পারী – ছোটবেলায় স্কুলের বইতে অন্নদাশঙ্কর রায়ের লেখা ‘পারী’ ভ্রমনকথা পড়েই প্রথম মাথায় বসে যায় যে জীবনে সম্ভব হলে কোনোদিন চর্মচক্ষে দেখতে চাই শহরটা! এরপরে আঁকিবুঁকি আর বিশেষকরে রেনেসাঁ আর তার পরবর্তী সময়ের ইম্প্রেশনিজমের ব্যাপারে আগ্রহ হওয়ায় যাবার ইচ্ছা আরও বাড়েই। সময়ের ফেরে দেশে গ্রাজুয়েশন শেষ করে ২০১৬ সালে ইউরোপ আসি মাস্টার্সে। দু’বছরে ইরাস্মুস প্রোগ্রামের কল্যাণে তিন দেশে (অস্ট্রিয়া, ইতালি, সার্বিয়া )  থেকে আর আশেপাশের কয়েক দেশে ঘুরেও ফ্রান্সে যাওয়া হয়ে ওঠেনি। শেষমেশ পিএইচডি শুরুর প্রায় এক বছর পরে কাজের চাপে চ্যাপ্টা এক উইকেন্ডে গতমাসে হুট করেই ভাবলাম প্যারিস যাবো! তো এতো কাহিনী বলার মূল কারণ হল যে প্যারিসে আমার দেখার যায়গার তালিকা অনেকদিনে জমে উঠে বেশ বড়ই ছিল। এমনিতে গত কয়েকবছরে আমার বেড়ানোর ধরণ হয়েছে এমন যে কখনো অনেক কিছু দেখার চেষ্টা করিনা। শেষমেশ কী দেখলাম আর কী দেখলাম না মিলেমিশে মাথা ভার হয়ে থাকে আর মুগ্ধতার চেয়ে ক্লান্তির পাল্লা ভারি হয়ে যায় মনে হয়। কিন্তু, প্যারিসের ব্যাপারে এই নিয়মটা মানতে পারলাম না। একে তো অনেক অনেক কিছু দেখার, তালিকা ছোট করেও খুব কমে না,  তার উপরে আগস্ট হল ইউরোপে মানুষের বেড়াতে আসার সবচেয়ে ব্যস্ত সময়। অন্যান্য মহাদেশ থেকে তো বটেই, ইউরোপের নানা দেশ থেকেও প্রচুর মানুষ এসে জমা হয় এই কল্পনার মিশেলে গড়া নগরী পারী তে। ফলে সমস্ত দর্শনীয় জায়গায় উপচে পড়া ভিড় আর বিষম লম্বা লাইন। আগে থেকে কোথায় যাবো ঠিক করে টিকেট করে না গেলে দিনে একটার বেশি জায়গায় যাওয়া প্রায় অসম্ভব, আর শান্তি করে দেখার প্রসঙ্গ তো বাদ। কাজেই যাওয়া আসা মিলে আমার আর রুসলানের মোটে সাড়ে চারদিনের প্ল্যান একেবারে ঘণ্টা হিসেব না করলেও বেলা হিসেবে করে গিয়েছি প্রায়। ল্যুভর, অর্সেই গ্যালারি, ভার্সাই প্রাসাদ, আইফেল, শাঁযেলিজে বুলভার্দ, মন্মার্ত, আর্ক দ্য ত্রিওম্ফ – ইত্যাদি তো ছিলই, মনে হল একটু আলাদা কোন জায়গায় যাওয়া যায়? কিছুক্ষণ নেট ঘাঁটতেই দুটো খুবই ভালো অপশন পেয়ে গেলাম। এই কাটাকম্ব, আরেকটা প্যেরে লাশেজ সেমেটারি। দুটো জায়গাতেই শেষ পর্যন্ত গিয়েছি, আর আলাদাভাবে মুগ্ধ হয়েছি! কাটাকম্বের নাম শুনে সেই ভাসাভাসা স্মৃতি ছাড়া আর কিছু মনে পড়লো না, তাই নেট ঘাঁটতে গিয়ে পেয়ে গেলাম এক চমকপ্রদ ইতিহাস। ভাবলাম, এটা দিয়েই শুরু হোক আমার টুকটাক বেড়ানোর গল্প লেখা! 

অসুয়ারির প্রবেশ দ্বারে সাবধান বার্তা!

পারী শহরটাকে অনেকেই তুলনা করে একটা অনেক বড় সুইস চিজের টুকরোর সাথে! উপর দিকে যতোই সমতল বা হাল্কা পাহাড়ি দেখাক, একটু মাটির ভেতর দিকে নামলেই মেট্রো লাইনেরও নিচে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ মাইল লম্বা সুরঙ্গ আছে। এই সুরঙ্গগুলি কীভাবে আসলো জানতে আমাদের প্রায় ৫৩ মিলিয়ন বছর আগে একটু ঢুঁ মেরে আসতে হবে। এখনকার প্রাণচাঞ্চল্যে ভরা পারীর জায়গায় তখন কেবল এক পলিমাটি জমা জলাভূমি – বা সোয়াম্প ছিল। সেই জলা সময়ের সাথে প্রায় ৪৫ মিলিয়ন বছর আগে পরিণত হয় এক উষ্ণ পানির সাগরে; এখনকার ফ্রান্সের পুরো উত্তরাঞ্চল জুড়ে থাকা এই প্রাগৈতিহাসিক সাগর তাতে থাকা অসংখ্য মাছ, সামুদ্রিক প্রাণী, জলা গাছ আর শ্যাওলাসহ নানান প্রাকৃতিক কারণে আর ভূমিধ্বসে আস্তে আস্তে শুকিয়ে সমতল হয়ে আসে। আর এই জমাট পলিমাটি আর জীবের দেহাবশেষ জমে হয় এক চুনাপাথরের ভাণ্ডার। অনেককাল ধরে অনাবিষ্কৃত এই ভাণ্ডার এসে কাজে লাগে রোমান সাম্রাজ্যের সময়! রোমানরা এই এলাকায় এসে প্রথমে চারপাশের পাহাড় থেকে চুনাপাথর এনে ঘরবাড়ি তৈরি করে পত্তন করে ‘লুটেশিয়া’ নামের এক নগর – যা নানান পরিবর্তন আর পরিবর্ধনের পরে হয়ে যায় আজকের পারী! পাহাড়ে জমা পাথর শেষ হয়ে গেলে তারা মাটি খুঁড়ে তুলে আনতে থাকে। এখনকার হিসেব মতে সবচেয়ে প্রাচীন মাটি খুঁড়ে পাথর বের করার নিদর্শন খৃস্টীয় প্রথম শতকের। তো রোমানরা যাবার পরে ফ্রাঙ্ক’রা এসে জোরেশোরে নগর বাড়ানোর কাজে লেগে গেলে সেই মাটিখোঁড়া খানাখন্দ বাড়তে বাড়তে হয়ে যায় মাইলের পর মাইল লম্বা সুরঙ্গ, এই বিশেষ চুনাপাথর তার মানের কারণে পায় নতুন নাম, ‘প্যারিস স্টোন’ । আর উপরে উঠতে থাকে একের পর এক বিশাল নামকরা দালান যেগুলোর অনেকগুলিই এখনো আমরা দেখি – নতর দাম ক্যাথেড্রাল, ল্যুভর প্রাসাদ, লাতিন কোয়ার্টার ইত্যাদি। এখন পর্যন্ত ও সব ঠিক ছিল। 

বরং একটু বেশিই ভালো চলছিলো সবকিছু, এই ক্রমবর্ধিষ্ণু নগরের নাম যশ বাড়ে, এ হয়ে ওঠে শিল্প-সাহিত্য-ব্যবসা সবকিছুর অন্যতম কেন্দ্রবিন্দু। উপরে নগর বাড়ে, আর নিচে বাড়ে সুরঙ্গের দৈর্ঘ্য। প্রথমে এ সুরঙ্গ নগরের সীমানার বাইরে থাকলেও ১৭’ আর ১৮’ শতক নাগাদ শহরের সীমা এতোটাই বাড়ে যে, সুরঙ্গ শহরের নিচেই চলে আসে। আর তখনই শুরু হয় ঝামেলা। বাড়তে থাকা বাড়িঘর আর দালানের বোঝা এই ফাঁপা মাটি সইতে না পেরে বিভিন্ন জায়গায় দালান আর রাস্তা ধ্বসে পড়তে শুরু করে। ১৭৭৪ সালে রু দেফের রশের‍্যু তে প্রায় ৩০০ মিটার এলাকা ধ্বসে পড়লে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। সেসময় সম্রাট ষোড়শ লুই ১৭৭৬ সালে আইন জারি করে যে রাস্তার নিচের কোনো খনি থেকে পাথর তোলা নিষিদ্ধ। সেই সাথে ১৭৭৭ সালে সুরঙ্গ আর খানাখন্দ আসলে কতদূর ছড়িয়ে আছে তা হিসেব করতে, আর যেসব জায়গায় ভিত দুর্বল হয়ে পড়েছে, সেখানে ভিত মজবুত করার ব্যবস্থা করতে এক বিশেষ কমিটি ও তৈরি করেন। এই কাজের দায়িত্ব পরে তার রাজস্থপতি Charles-Axel Guillaumot এর ঘাড়ে। 

হাড়ের তৈরি ব্যারেল

এই সমস্যার পাশে তখন পারীতে চলছিলো আরেক বড় সমস্যা। একে তো পয়ঃনিষ্কাসনের লাইন সব রাস্তার উপরেই, দূষিত পানি খেয়ে মানুষ নানান অসুখে ভুগছে, তার উপর শহরের কোনো কবরখানায় আর এক চিলতে জায়গা নেই। বাড়ন্ত শহরে কাজের সন্ধানে আসা অসংখ্য মানুষ মধ্যযুগের নানান অসুখবিসুখে, যুদ্ধে, প্লেগ মহামারীতে এতো বিপুল সংখ্যায় মারা গিয়েছে যে একই কবরে একের পর এক কবর দিয়ে, আবার বড় কবর খুঁড়ে গণকবর দিয়ে জায়গা সংকুলান হচ্ছে না। আবার বারবার এক কবর খোঁড়া হচ্ছে দেখে লাশ পচা গন্ধে শহরের আকাশ বাতাস ভারী হয়ে থাকে। এমনকি সুগন্ধির জন্য যে শহর পৃথিবীজুড়ে বিখ্যাত, সেখানের সুগন্ধির ব্যবসায়ীরাও সম্রাটের কাছে নালিশ জানাচ্ছে যে পাশের মাইলটাক দূরে থাকা কবরখানার গন্ধেও তাদের ব্যবসা লাটে উঠছে। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে একবছর বর্ষায় বেশ ভারী বৃষ্টি হল। তাতে এক বিশাল কবরখানার এক পাশের দেয়াল ভেঙ্গে প্রচুর আধাপচা গলে যাওয়া মরদেহ উঠে আসলো। এই ভীষণ পরিস্থিতি সামাল দিতে সম্রাট বের করলেন এক সময়োপযোগী সমাধান। তা হল, এইযে সুরঙ্গর হিসেব নিকেশ হচ্ছে, এগুলো তো ফাঁকাই পড়ে আছে। এখানে পুরনো মরদেহগুলো সরিয়ে ফেললে শহরেরও গতি হয়, জায়গাগুলোও ব্যবহার হয়। সেই থেকে দু’ বছর টানা কাজ করে ১৭৮৫ সাল নাগাদ প্যারিসের সব সেমেটারি থেকে দেহাবশেষ রাতে রাতে সরিয়ে কাটাকম্বে স্থানান্তর করা হল। যেহেতু সব মরদেহ ধর্মীয় জায়গা থেকে নেয়া হচ্ছে, তাই সাথে একদন পাদ্রী থেকে এই স্থানান্তরের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেন। তবে এই সময়ে এইসব হাড়গোড় সাজিয়ে কিছু করার চিন্তা করেনি তারা, শুধু স্তূপ করেই রাখা হয়েছিলো।

১৭৮৬ সালে আনা এক কবরখানার নামফলক।

এর মধ্যে হয় ফরাসী বিপ্লব, রাজতন্ত্র হঠিয়ে নেপোলিয়ন আসে ক্ষমতায়। তার এক বিশ্বাস ছিল যে মানুষষের কীর্তির চিহ্ন তার রেখে যাওয়া স্মৃতিস্তম্ভেরাই সবচেয়ে ভালো বহন করে! আর ততদিনে ইউরোপের আরেক নামকরা নগরী রোমের কাটাকম্ব বিখ্যাত। তার মনে হলো যে প্যারিসেও এক বিখ্যাত কাটাকম্বের মনুমেন্ট হবে। এদিকে কবরখানা থেকে হাড়গোড় বা দেহাবশেষ কাটাকম্বে নিয়ে একরকম স্তূপ করে রাখার কারণে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। শুধু একেক কবরখানার দেহাবশেষ একেক সুরঙ্গে রেখে সেখানে ওই কবরখানার একটা ফলক রেখে আসা হতো যাতে বোঝা যায় যে কোথা থেকে এসেছে এগুলো। তো এই দুই মিলিয়ে নেপোলিয়নের নির্দেশে শুরু হয় আজকের ‘সুন্দর’ দেখতে কাটাকম্ব তৈরি! একেবারেই পচে যাওয়া হাড়গোড় আর দেহাবশেষ সরিয়ে আলাদা করে বিশেষ ভাবে রেখে বন্ধ করে দেওয়া হয় সেসব জায়গা। বাকি হাড়গোড় লাইন ধরে সাজিয়ে রাখা হয়। তাদের মাথায় ছিল যে, জায়গাটা মানুষজন দেখতে আসবে, মৃতদের আত্মীয়-পরিজন ছাড়াও সাধারণ মানুষ, শুধু স্মৃতিস্তম্ভ হিসেবে। সেই চিন্তা থেকে তারা বেশ অদ্ভুৎ দর্শন  হাড়-ভাস্কর্য তৈরি করে কাটাকম্ব জুড়ে। ১৮৫৯ সাল নাগাদ প্যারিসের ১৫০টা কবরখানা থেকে এখানে দেহাবশেষ এসে জমা হয়। প্রায় ৭ মিলিয়ন মানুষের দেহাবশেষ আছে এখানে এখন! পুরো কাটাকম্বের সবটুকু জায়গা এই কাজে লাগে না। বাকি জায়গায় হয় বিখ্যাত শ্যাম্পিনিওন দ্য পারী (বা প্যারিসের মাশরুম! ) এর চাষ, আর বিয়ার তৈরির কারখানা। এরপরেও এই ২০০ মাইল লম্বা গোলকধাঁধার অনেক অংশই আমাদের যাতায়াত সীমার বাইরে। অনেক জায়গা ধ্বসে গিয়েছে, অনেক জায়গায় বাইরে থেকে পানির স্রোত এসে বন্ধ করেছে, কিছু জায়গা সেই প্রথম ম্যাপিং এর সময়ই হিসেব করা যায়নি। কাটাকম্বের টিকেট কেটে ঢুকলে আমরা মাত্র ২ কিলোমিটার জায়গা দেখি। 

মাঝের একটুকরো প্রার্থনার জায়গা। সাথে কবরখানার নামফলক। ফলকের উপর খুলির দুচোখের ঠিক মাঝখানে এক নিখুঁত গোল গর্ত। হয়তো যুদ্ধের সময়কার বা কোনো ডুয়েলের ফল – কে জানে!

তৈরির সময় থেকেই যুগে যুগে নানান উটকো মানুষের দল কাটাকম্বকে ঘিরে নানান অদ্ভুৎ গল্প ফেঁদেছে, বেআইনি ভাবে কাটাকম্বে গিয়ে কালোজাদুর চর্চার চেষ্টা করেছে! তাই এই চমকপ্রদ জায়গা দেখতে প্যারিসের সব দর্শনার্থী না আসলেও কম আসে না! যেটুকু জায়গা দেখা যায়, প্রায় ২০ মিটারের বেশি মাটির নিচে, আর সমস্ত হাড়গোড়ের পচন ঠেকাতে নিয়ম করে কখনোই একসাথে ২০০ জনের বেশি যেতে দেয়া হয়না। আর নিচে তাপমাত্রা সবসময় ১৪ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। আমরা প্যারিস গিয়ে ছিলাম সাগরদার বাসায়। উনি বললেন যে গত ৯ বছরের বেশি সময় ধরে প্যারিস থাকলেও তার কখনো যাওয়া হয়নি। কয়েকবার কেউ বেড়াতে আসলে তাদের সাথে গিয়েছেন, কিন্তু ভীষণ লম্বা লাইন দেখে আর সাহস করে যাননি। তো আমি আর রুসলান ওইদিন সকাল ৭টায় উঠে ভারসাই যাই। বেলা সাড়ে তিনটার দিকে প্রায় ১২ কিলোমিটার হেঁটে ক্লান্ত অবস্থায় ফিরে ঠিক করি যে আর কবে আসবো, লাইনে দাঁড়িয়ে দেখি! প্রায় দু’ঘণ্টা লাইনে দাঁড়িয়ে শেষে যেতে পারলাম! 

ঢুকতেই পেঁচানো সিঁড়ি নেমে গিয়েছে টানা ২০ মিটারের গভীরে। আমরা ঢোকার সময় আগে যাওয়া একজন ভদ্রমহিলা উঠে আসছিলেন, উনি সিঁড়ি দিয়ে সম্পূর্ণটা নামতে পারেননি, মাথা ঘুরছিল দেখে উলটো চলে আসছিলেন! নামতে নামতে আমারও একসময় মাথা ঘুরে আসছিলো। নেমে প্রথমে কিছু সাধারণ চুনাপাথর কাটা সুরঙ্গ। একটু পরে কয়েকটা লাগোয়া ঘরের মতো জায়গা, সেখানে কয়েকটা ভাষায় কাটাকম্বের ইতিহাস লেখা, সাথে কিভাবে কবর খুঁড়ে দেহাবশেষ আনা হল, কিভাবে সনাক্ত করা হল কোনটা কার শরীরের হাড়, কিভাবে কোনটা কোন সময়ের এটা ঠিক করা হলো, এসবের বিবরণ। জানলাম যে, কোনো কোনো কবরে এমনকি ৬টা স্তরে দেহাবশেষ পাওয়া গিয়েছে! আর সবচেয়ে বড় গণকবরে ৬ স্তর মিলিয়ে ২৩০ জন মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে! খুব সম্ভবত প্লেগ মহামারীর সময়কার এক গণকবর ছিল সেটা। এরপরে হাড়ের সুরঙ্গ বা অসুয়ারি শুরু হয় এক নামফলক দিয়ে, সেখানে লেখা,  ‘Arrête! C’est ici l’empire de la Mort’ বা ‘সাবধান! এখানে মৃতদের সাম্রাজ্য!’  ভেতরে ঢুকতেই নানান সজ্জায় হাড় দিয়ে তৈরি ভাস্কর্য, মূলত ঠাসবুনটে সাজিয়ে রাখা হাড়ের সারি, মাঝে মাঝে মাথার খুলি দিয়ে আকা হৃদয়, ক্রস, বা কলাম। জায়গায় জায়গায় আবার একটু অর্ধবৃত্তাকার ফাঁকা জায়গা করে প্রার্থনার স্তম্ভ করা। মৃতদের আত্মীয়রা বা যে কেউ যাতে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে পারে সেই ব্যবস্থা, মাটির নিচে গির্জা তো আর বানাতে পারেনা, তাই। আর প্রতিটা সারির সাথে যেই কবরখানা থেকে এগুলো এসেছে সেখানের নামফলক। শেষের দিকে এসে হাড় দিয়ে তৈরি বড় এক ব্যারেল আর কিছু চাতাল মতো ভাস্কর্য ও আছে। এগুলোর বেশিরভাগই দু’শ বছরেরও আগে করা!  

হাড়ের তৈরি হৃদয়! ঢুকতেই প্রথমদিকে এর দেখা মেলে।

জায়গাটায় রাতের অন্ধকারে একা যাবার কোনো ইচ্ছে আমার নেই, এমনিতে অশরীরীর ভয় অনেক আগেই চলে গিয়েছে তারপরেও, কিছুটা গা ছমছমে অনুভূতি তো বটেই। তবে একসাথে আরও কিছু অনুভূতি কাজ করছিলো – মৃত মানুষের হাড়গোড় আর শহরের নিচের ফাঁপা জায়গার সমস্যা – এখন থেকে কয়েকশো বছর আগেও কতোটা বাস্তববাদী হলে এমন সমাধানে আসা যায়! আর সেটাকে সাজিয়ে গুছিয়ে এখনো কতো সুন্দর রাষ্ট্রীয় আয় হয়ে যাচ্ছে। সেই সাথে দেশের অদ্ভুত ইতিহাস দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরা যাচ্ছে। আমাদের দেশের কতো চমকপ্রদ ইতিহাস আছে নিজেরাই জানি না ঠিকমতো, গুছিয়ে দেখানো তো দূরের কথা! আরেকটা বোধ হচ্ছিলো যে, একেকটা সারিতে এইযে হাজার হাজার হাড়গোড়, প্রতিটাই কোনো না কোনো মানুষের অংশ ছিল – আমি এমন হাড়গোড় হয়েই যাবো, এমন স্মৃতিস্তম্ভের অংশ না হয়ে মাটিতে মিশে জীবন – মৃত্যুর চক্রে মিশে যাবো। কী দরকার যতদিন বেঁচে আছি, ঝামেলার পেছনে সময় নষ্ট করার। স্মৃতিরাই শুধু আমার সাথে থাকবে শেষ পর্যন্ত!  

Categories
Reviews

ঠাকুরবাড়ির আঙিনায়, জসীমউদ্দীন

2016

একেবারেই একটানা পড়ে শেষ করলাম বইটা। ছোটবেলা থেকেই কবি জসীমউদদীনের মুগ্ধ পাঠক ছিলাম, এখন তাঁর গদ্যরও ভক্ত হয়ে গেলাম। যদিও এটিকে গদ্য না বলে স্মৃতিকথা বলাই যুক্তিযুক্ত। কবিগুরু এবং ঠাকুরবাড়ির আরও বেশ কিছু মানুষ, বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসা এবং তাঁদের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ নিয়েই লেখা বইটি। 

বইটি পড়তে পড়তে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, কাজ, ও ব্যক্তিত্বকে এক নতুন আলোকে দেখতে পেলাম যেন; যেই কবি লেখা মনমতো হওয়ার আগে পর্যন্ত বারে বারে লেখার সংশোধন ও পরিবর্তন করেন, নাটক মঞ্চায়নের আগ মুহূর্ত পর্যন্ত সংলাপ আর কাহিনীতে পরিবর্তন করতে থাকেন সবচেয়ে ভালোভাবে কাজটি করার জন্য, ভোরে উঠে সারাদিন লেখায় মশগুল থাকেন, আবার তাঁর কাছে এসে কোনো দর্শনার্থী ফিরে গেলে মনঃক্ষুণ্ণ হন, সকলের সাথে দেখা এবং কথা বলেন, সাধ্যমত সকলের জন্য করেন, আবার কেউ উপকার পেয়ে কৃতজ্ঞতা জানাতে এলে অবাক হয়ে যান। সাহিত্যের এতো দিকে তাঁর বিস্তর পদচারনা, অথচ বিশ্বভারতী আর শান্তিনিকেতনের মত বড় দুটো প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছেন সফলভাবে। বই থেকে জানলাম এতোরকম কাজ করতে গিয়ে ঠাকুরবাড়ির বাকি সকলের এবং আরও কতজনের কতো নীরব ত্যাগ এবং অবদান ইন্ধন জুগিয়েছে। জানলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের এবং তাঁর আরও দুই ভাইয়ের সাধনার কথা; ছবি আঁকা নিয়ে তাঁদের দিন রাত পার করে দেয়ার গল্প। 

পড়ার সময় গুণী মানুষজনের কথা, কাজ, এবং কাজের প্রতি অবিচল নিষ্ঠা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়েছে, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য আর বাচ্চাদের মন জয়ের জন্য লেখকের চেষ্টার কথা শুনে অদ্ভুত প্রশান্তি হয়েছে, বন্ধুরা মিলে প্রতিবেশি একজনের সাথে প্র্যাক্টিক্যাল জোকের কাহিনী পড়তে গিয়ে নিজের অজান্তেই জোরে হেসে ফেলেছি, আবার জীবনের শেষ দিকে এসে এই বাড়ির মানুষজনের দুর্দশার কথা পড়তে গিয়ে চোখ ভিজে এসেছে। 

পল্লীকবি জসীম উদদীনের লেখায় গ্রামবাংলার যে মায়াভরা রূপটা দেখতে পাই, তাঁর লেখায় যে মাটির গন্ধ পাই, সেইরকম মায়া এই বইটা জুড়েও ছিলো। একটা শহর আর শহুরে মানুষজন নিয়েও যে এমন কোমল মমতা নিয়ে লেখা যায়, এমনটা আগে দেখিনি। মিষ্টি সব উপমা, সহজ সরল মুগ্ধতার ভাষা, আর লেখাজুড়ে আপনজনকে নিয়ে লেখার মায়া যে মনের ভেতর থেকে আসা ভালোবাসা আর শ্রদ্ধা মিলেই গড়ে উঠেছে – তাতে সন্দেহ হবার অবকাশ নেই। লেখকের এ ধরনের আরও যে কয়টি বই রয়েছে, যত দ্রুত সম্ভব পড়ে ফেলার আশা রাখি 😀

Categories
Reviews

যদ্যপি আমার গুরু, আহমদ ছফা

২০১৬

অনেকদিন থেকে ‘পড়তে চাই’ লিস্টে রেখে দেয়া একটা বই। শুরুটা বেশ কয়েকদিন আগে করেছি। তবে প্রথমে একটু একটু হোঁচট খেয়েছি বলতে হবে। কেমন যেন একটু খাপছাড়া আর এক কথা কয়েকবার এসেছে মনে হয়েছিলো। তবে কয়েক পাতা পড়ার পর থেকে আর থামতে হয়নি, পারিনি বলা ভালো।

বইটা পড়তে গিয়ে যতটা না গুনমুগ্ধ হয়েছি তারচেয়ে অনেক বেশি আফসোস হয়েছে। আহা, এমন একজন মানুষের কাছে দাঁড়িয়ে তাঁর এতো এতো অভিজ্ঞতা আর দর্শনের কথা যদি কিছুক্ষণের জন্যও শুনতে পেতাম, লেখক যদি আরেকটু গুছিয়ে আরও বিশদভাবে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে তার কথোপকথন লিখে রাখতেন যখন শুনতেন, ইনি ছাড়া আরও কারো দৃষ্টিভঙ্গি থেকে যদি জানতে পারতাম এই অসাধারণ জ্ঞানী এবং গুণী মানুষটার কথা! – এবং আরও অনেক আফসোস। বইতে একটা জায়গায় আছে, একদিন বাংলাদেশে ভারতের হাইকমিশনার সমর সেন স্যারের বাসায় আসবেন এই উপলক্ষে তাঁর বাসায় নানান আয়োজন হয়। সেসময় লেখককে তিনি ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রান্নাবান্নার ধরণ এবং তার কারণ সম্পর্কে অনেক কিছু বলেন; কিন্তু লেখকের নিজের রান্নাবান্না সম্পর্কে তেমন অভিজ্ঞতা বা আগ্রহ কোনোটাই না থাকায় তিনি তার প্রায় সবটাই ভুলে গিয়েছেন। পুরো বইটাতে এই অংশে আরও কি কি লেখা থাকতে পারতো ভেবে যে আফসোস হয়েছে, এরকম আর হয়নি বলা যায়। এরকম অমূল্য কথাগুলো এভাবে হারিয়ে গেলো!

লেখক নিজেই বলেছেন যে, অধ্যাপকের কথা বা তাঁর চরিত্রকে একেবারে সম্পূর্ণরূপে তুলে ধরা হয়তো সম্ভব হয়নি স্মৃতি থেকে লেখার কারণে। তারপরেও, বিভিন্ন ঘটনা আর বিভিন্ন বিষয়ে তাঁর মন্তব্য যা পড়েছি এখানে, এতেই তাঁর জ্ঞানের পরিধি, প্রজ্ঞা, আর চারিত্রিক গুণের কথা ভেবে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। অথচ তেমন কিছুই জানতাম না এঁর ব্যাপারে বইটা পড়ার আগে! বইটা পড়তে গিয়ে তাঁদের কথাবার্তায় উঠে আসা নামগুলো থেকে অনেকগুলো বই আর লেখকের নাম টুকে রেখেছি, সম্ভব হলে অবশ্যই পড়ে দেখতে চাই এমন সব বই।

কোথায় যেন পড়েছিলাম যে, একজন জ্ঞানী ব্যক্তির কাছে এক ঘণ্টা বসে থেকে তাঁর কথা শোনা একশ’ বই পড়ার চেয়ে বেশি জানায় ও ভাবায়। বস্তুতই এমন মানুষের দেখা পাওয়া ভার। কোনো এক বিষয়ে অনেক জানেন এমন মানুষ থাকলেও বিবিধ বিষয়ে পারদর্শী মানুষ যেমন পাওয়া কঠিন, তেমনি অনেক জানেন কিন্তু শ্রদ্ধা করার মত চরিত্রর দেখা পাওয়া আরও কঠিন। অধ্যাপক আব্দুর রাজ্জাকের কথা থেকে নিয়ে বলা যায়, ” বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে। বড় মানুষেরা আসলেই বড় মাপের মানুষ।” সেদিন থেকে তাঁর মানুষের গুণের যথার্থ কদর, যার প্রয়োজন তাকে যথার্থ সাহায্য করা, সর্বোপরি উপকার পেয়ে পরে ভুলে যাওয়া মানুষের প্রতি কোনো তিক্ত মনোভাব পুষে না রাখার যে দৃষ্টান্ত দেখেছি তাতে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়।

বইয়ের শুরুতে একটু আটকে গেলেও পরে যে আর থামতে পারিনি, তা যেমন লেখনীর গুণ, তেমনি বিষয়ের। এতো ছোট পরিসরের একটা বইতে কত বিষয় আর কত মানুষ সম্পর্কে যে কতো কিছু জানতে পারলাম তা ভেবে কূল পাচ্ছি না আপাতত। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি যার জন্য কিছুটা হলেও এমন একজন ব্যক্তিত্বের কথা জানতে পারলাম।

Categories
Reviews

ভোল্‌গা থেকে গঙ্গা, রাহুল সংকৃত্যায়ন

August, 2016

অনেকদিন সময় নিয়ে পড়লাম বইটা। যেকোনো বয়সের পাঠকদের জন্য অবশ্যপাঠ্য মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত এলাকার মানুষজনের জন্য। ৬০০০ খ্রিষ্টপূর্ব থেকে বর্তমান সময়ে এই উপমহাদেশের আশেপাশের এলাকায় সভ্যতা আর সমাজ কীভাবে এগিয়েছে সেটাই একটার পর একটা সময়ের মানুষের গল্প দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ বা সমাজপতিদের ব্যক্তিগত জীবন আর দৃষ্টিভঙ্গির মধ্যেই ফুটে উঠেছে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া ঘটনাপ্রবাহ আর দর্শন। কীভাবে মানুষ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে মানুষের অনুভূতি বা ধর্মবিশ্বাসকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছে তারও একটা পরিষ্কার ছবি চোখে ভাসে। স্কুলে থাকলে সমাজবিজ্ঞান বইতে ইতিহাসের যে অংশগুলো ছিলো তার বদলে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এই বইয়ের অংশবিশেষ করে পড়লে ইতিহাস আরও অনেক সুন্দরভাবে জানতে আর বুঝতে পারতাম মনে হয়েছে। 

বইটায় দুইটা অংশ আছে। ‘ভোল্গা থেকে গঙ্গা’ আর ‘কনৈলা কি কথা’। প্রথম অংশে সমগ্র ইন্দো-ইউরোপীয় এলাকা নিয়েই কথা এসেছে আর দ্বিতীয় অংশে কনৈলা বা কর্ণহট আর শিশংপা নামক জায়গার আশেপাশের এলাকার ইতিহাস। লেখা খুবই সুখপাঠ্য। তবে প্রথমদিকে পড়তে গিয়ে আটকাতে হয়েছে। এই জন্যেই পড়তে সময় নিয়েছি। তবে সেটা লেখার সীমাবদ্ধতা নাকি অনুবাদের, সেটা নিয়ে প্রশ্ন আসে। অনুবাদ বেশীরভাগ জায়গাতেই সাবলীল ও ঝরঝরে। তবে কিছু কিছু জায়গায় কেমন ‘আক্ষরিক’ অনুবাদ হয়েছে বলে মনে হয়। সেটা পাঠক হিসেবে আমার সীমাবদ্ধতাও হতে পারে। 

তারপরেও সব মিলিয়ে আসাধারণ বই এটি। সময় নিয়ে হলেও সবার পড়ে দেখা উচিৎ। এতো বিশাল পরিসরের এতো রকম ঘটনা সবটা মনে না থাকলেও সবমিলিয়ে এই উপমহাদেশের যে ছবিটা চোখের সামনে ফুটে উঠেছে বইটা পড়ে, আর কোনো বই পড়েই এমন হয়নি 🙂 

Translate »